Saturday, September 13, 2025
বাড়িখবররাজ্যনতুন আইন সম্পর্কে জনগণকে সচেতন করা উচিত - মুখ্যমন্ত্রী

নতুন আইন সম্পর্কে জনগণকে সচেতন করা উচিত – মুখ্যমন্ত্রী

দেশে প্রবর্তিত নতুন তিনটি ফৌজদারী আইন সম্পর্কে জনগণকে অবগত করা প্রয়োজন ।শারদ উৎসবের সময় বিভিন্ন পুজো প্যান্ডেলে এই সম্পর্কে প্রদর্শনীর ব্যবস্থা করার বিষয়টি তিনি চিন্তা ভাবনা করে দেখবেন। বুধবার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের হলঘরে নতুন তিন আইন সম্পর্কিত এক রাজ্যভিত্তিক প্রদর্শনীর উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

২০২৪ সালের ১ জুলাই থেকে সারাদেশে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হয়েছে ।এগুলি হলো নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই নতুন তিনটি ফৌজদারী আইন সম্পর্কে জনগণকে অবগত করার লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এর অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের হলঘরে নতুন তিনটি আইন সম্পর্কিত এক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। রাজ্যভিত্তিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা ,রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যান কর, স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিকরা। নতুন ফৌজদারি আইন সংক্রান্ত রাজ্যভিত্তিক প্রদর্শনীর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান ,নতুন এই আইন গুলি সম্পর্কে জনগণকে আরো বেশি করে অবগত করা প্রয়োজন ।শারদ উৎসবে বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে এই সম্পর্কে প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উদ্যোগ নেবেন। মুখ্যমন্ত্রী বলেন ,এতে করে জনমনে সংশ্লিষ্ট নতুন ফৌজদারি আইন গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর বলেন, দেশে নতুন আইনের প্রবর্তন ভারত সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ ।এর মাধ্যমে পুরনো আইন গুলিতে পরিবর্তন আনা হয়েছে। ফৌজদারী বিচার ব্যবস্থাপনায় পরিকাঠামোগত অনেক পরিবর্তন আনা হয়েছে ।এর মূল লক্ষ্য হলো মানুষের কাছে দ্রুত বিচার ব্যবস্থা পৌঁছে দেওয়া।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য