ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের (TSECL) আওতাধীন আউটসোর্সিং কর্মীরা আজ বিদ্যুৎ নিগম ভবনের সামনে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। নিজেদের নানান দাবি-দাওয়া সামনে রেখে তারা সংগঠিত হয়ে রাস্তায় নামে।
কর্মীদের প্রধান দাবি হলো—তাদের নিয়মিতকরণ। পাশাপাশি প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে নিয়মিত বেতন প্রদানেরও দাবি তোলা হয়। তারা সমবেতন আইন কার্যকরের পাশাপাশি কর্মীদের জন্য EPF, ESI ও মেডিকেল ছুটি চালু করার দাবি জানান। বিদ্যুৎ ক্ষেত্রে কাজের ঝুঁকি বিবেচনা করে প্রত্যেককে নিরাপত্তা সরঞ্জাম দেওয়ার কথাও জোর গলায় দাবি করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা জানান, বিদ্যুৎ সেক্টরের গুরুত্বপূর্ণ কাজ তারা প্রতিদিন করে থাকলেও আউটসোর্সিং কর্মীদের প্রতি সরকারের দৃষ্টি নেই। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাদের সতর্কবাণী—যদি অবিলম্বে দাবি পূরণ না হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন।