আবারো গাঁজাসহ এক মহিলা নেশা পাচারকারী কে আটক করলো আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। মহিলার সাথে চার বছরের একটি শিশু কন্যাও রয়েছে। মহিলার কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ৪ কিলো ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ।
রেল যোগে রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা-পাচার চলছেই ।রেল যোগে গাঁজা পাচার কান্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে কিছুটা সফল হচ্ছে জিআরপি থানার পুলিশ ।শনিবার রাতে রুটিন চেকআপের সময় আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এর পুলিশ বাহিনী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিশু কন্যা সহ এক মহিলাকে আটক করে ।তার ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ ৪ কিলো ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে ।সাথে সাথে পুলিশ মহিলাকে একটি মামলা হাতে নিয়ে গ্রেফতার করে। ধৃত মহিলার নাম কাজল কুমারী ,বয়স আনুমানিক একত্রিশ বছর। বাড়ি বিহারের পাটনা জেলার কাদাম কুন থানার অধীন পূর্ব লোহানিপুর এলাকায়। উদ্ধারকিত গাজার আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা ।আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান ।তিনি জানান ,ধৃত মহিলার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে।
জিআরপি থানার পুলিশ আধিকারিক আরো জানান ধৃত অভিযুক্ত মহিলা রাজ্য থেকে গাজা কিনে বিহারে নিয়ে যাচ্ছিল ।কিন্তু কোথা থেকে এই গাজা ক্রয় করা হয়েছে, এর সাথে কারাযুক্ত তা জানার প্রয়োজন রয়েছে। তাই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হবে।