Sunday, September 14, 2025
বাড়িখবররাজ্যমানুষ এবং সমাজের ভালোর জন্যই রক্তদান - খাদ্যমন্ত্রী

মানুষ এবং সমাজের ভালোর জন্যই রক্তদান – খাদ্যমন্ত্রী

মানুষকে বাঁচিয়ে রাখার মাধ্যমে সমাজকে ভালো রাখার লক্ষ্যেই রক্তদান। এই মহতী কাজে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।রবিবার ত্রিপুরার ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এএমসি কমিটি আয়োজিত রক্তদান শিবিরে এই আহ্বান জানান খাদ্যমন্ত্রী ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এএমসি কমিটির অষ্টম ত্রৈ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার ।এই সম্মেলন উপলক্ষে সংগঠন এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ।এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।এছাড়াও ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির রাজ্য কমিটির সভাপতি তথা কর্পোরেটর প্রদীপ চন্দ, সমাজসেবী শ্যামল কুমার দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।এই রক্তদান শিবিরের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, যারা এই মহতি কাজে রক্ত দিচ্ছেন, তারা কিন্তু কেউ জানেন না তাদের দান করা রক্ত কোথায় যাবে, হিন্দু না মুসলিম কার শরীরে যাবে ।তারা শুধু একটা কথাই জানেন আমার দান করা রক্ত একজন মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচানোর কাজে লাগবে। মানুষের ভালোর জন্য রক্তদানের মাধ্যমে সমাজকে ভালো রাখার লক্ষ্যেই কিন্তু তারা রক্ত দান করছেন ।তিনি আরো জানান, এই মহৎ কাজের কোন বিকল্প হয় না। বিজ্ঞান এখনো রক্তের বিকল্প আবিষ্কার করতে পারে নি। একমাত্র মানুষ থেকেই মানুষের রক্তের প্রয়োজন মেটাতে হয়।এই ধরনের মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান ,সারা রাজ্যে প্রায় ২০০০ রেশন ডিলার রয়েছেন ।আগরতলা পৌর নিগমের অধীন ২৫৭ টি রেশন দোকান রয়েছে। রেশন ডিলারদের একই ছাতার তলায় আসার আহ্বান জানান তিনি ।তিনি জানান, সারা রাজ্যের রেশন ডিলাররা যদি একটা কমন প্লাটফর্মে আসেন তবে তাদেরই উপকার হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য