Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্য১১ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

১১ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

স্মার্ট সিটি প্রকল্পে রাজ্যে চলছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যার মধ্যে রয়েছে বিভিন্ন এলাকার রাস্তার কভার ড্রেন নির্মাণের কাজ, হাতেগোনা আর কিছুদিন বাদে শুরু হতে চলেছে উৎসব প্রিয় বাঙ্গালীদের শারদীয় দুর্গোৎসব, পুজোর আগ মুহূর্তে আগরতলা পুর নিগমের অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ড এলাকায় চলা উন্নয়নমূলক কাজ কতদূর গড়িয়েছে তা দেখার জন্য পরিদর্শনে আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে ছিলেন এলাকার কাউন্সিলর হীরালাল দেবনাথ, জোনালের এসপি কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন পরিদর্শন কালে এসে এলাকার মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করেন কোথাও কোন অসুবিধা রয়েছে কিনা যদি থাকে সেগুলিকে মীমাংসা করা এবং লক্ষ্য করে গেছে সন্তোষজনকভাবে কাজগুলি চলছে। তাছাড়া ১১ নম্বর ওয়ার্ড এলাকায় যতগুলি কাজ চলছে তা পুজোর আগে সম্পন্ন করা হবে এবং নতুন করে এই মুহূর্তে নতুন কোন কাজ হাতে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

বাইট –

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য