Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যভারতমালা প্রকল্পে রাজ্যে ৮ টি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা...

ভারতমালা প্রকল্পে রাজ্যে ৮ টি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে বললেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

ভারতমালা প্রকল্পে রাজ্যে ৮ টি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে । এরফলে আগামী ১ বছরের মধ্যে প্রতিটি জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সুসংহত হবে । আর এটা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের অন্যতম সুফল । পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ভারতমালা প্রকল্পে জাতীয় সড়কের ডিপিআর সম্পর্কিত বৈঠকে অংশগ্রহণের পর সংবাদমাধ্যমকে একথা জানান তথ্য ও সংস্কৃতি এবং পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । এদিন এনএইচআইডিসিএল – এর পক্ষ থেকে ভারতমালা প্রজেক্টে পশ্চিম জেলার জিরানীয়া থেকে কালীতলা বাইপাস পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ করার বিষয়ে ডিপিআর ( ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট ) পেশ করা হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী , পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুশান্ত চৌধুরী , পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন , এনএইচআইডিসিএল – এর জেনারেল ম্যানেজার সহ পূর্ত দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকগণ । বৈঠকে ডিপিআর – এর বিষয়বস্তু নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিধানসভার অধ্যক্ষ এবং পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী । তারা সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সম্পর্কে অবহিত হন । সেই সাথে রাণীরবাজার থেকে আগরতলার চন্দ্রপুর পর্যন্ত জাতীয় সড়ককে আরও প্রশস্ত করার জন্য বিশেষ পরামর্শ দেন বিধানসভার অধ্যক্ষ এবং পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী । এদিন বৈঠকে এনএইচআইডিসিএল – এর তরফে জিরানীয়া থেকে জয়নগর , জিরানীয়াখলা , বঙ্কিমনগর , মোহনপুর , রাণীরবাজার হয়ে মেঘলিপাড়া , কালীতলা বাইপাস পর্যন্ত জাতীয় সড়কের ডিপিআর উপস্থাপন করা হয় । ডিপিআর – এ থাকা যাবতীয় খুঁটিনাটি বিষয়াদি জেনে নেন অধ্যক্ষ রতন চক্রবর্তী এবং পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুশান্ত চৌধুরী । বৈঠক শেষে সংবাদমাধ্যমকে পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী জানান , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত হচ্ছে । তাদের প্রচেষ্টায় রাজ্যে ৮ টি জাতীয় সড়ক তৈরি করা সম্ভব হচ্ছে । আর এটা উন্নয়নমূলক প্রচেষ্টার সুফল । সংবাদমাধ্যমকে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান , আজকের বৈঠকে রাণীরবাজার থেকে চন্দ্রপুর পর্যন্ত জাতীয় সড়কে আরও প্রশস্ত করার জন্য নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএলকে বলা হয়েছে । পরে তারা সেই রাস্তা রাজ্যের পূর্ত দপ্তরকে হস্তান্তর করবে । একইভাবে আমতলি বাইপাস হয়ে সাব্রুম , বিলোনীয়া , উদয়পুর , সোনামুড়া সহ বিভিন্ন জায়গায় পৌঁছতে পারবে যানবাহনগুলি । এতে আগরতলা শহরের উপর যানবাহনের চাপ কম পড়বে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য