Thursday, January 22, 2026
বাড়িখবররাজ্যপজিটিভ বার্তার উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক ন্যাশনাল অ্যাওয়ারনেস কনক্লেভ

পজিটিভ বার্তার উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক ন্যাশনাল অ্যাওয়ারনেস কনক্লেভ

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর: অত্যন্ত আনন্দের সঙ্গে এবং সম্মিলিত সাফল্যের চেতনায় পজিটিভ বার্তার উদ্যোগে এক ন্যাশনাল অ্যাওয়ারনেস কনক্লেভ আয়োজিত হতে চলেছে। এই অনুষ্ঠান পরিবেশ রক্ষায়, মাত্র এক বছরে এক কোটি গাছ রোপণ কর্মসূচীর সফলতার এক ঐতিহাসিক উদযাপন।
এটা কেবল সংখ্যার সাফল্য নয়; এটা বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে একত্রিত হবার প্রচেষ্টার পুনর্জাগরণ, পরিবেশগত ভারসাম্যের পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি মানবজাতির দায়িত্বের পুনঃপ্রত্যয়ন। প্রতিটি চারা আমাদের সবুজ ভারতের স্বপ্নের জীবন্ত প্রতীক।


এই সম্মেলনে নারী উদ্যোক্তাদের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হবে। তারা সবুজায়নে নেতৃত্ব দিয়ে, স্থায়ী জীবিকা সৃষ্টি করে ও সমাজকে অনুপ্রাণিত করে প্রকৃত সামাজিক উন্নয়ন ও উদ্ভাবনশীলতার উদাহরণ স্থাপন করেছেন। তাদের কাজ প্রমাণ করে পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়ন একই সূত্রে গাঁথা।


এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রর বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন:
• ড. আয়নজিত সেন – প্রধান উপদেষ্টা, রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা অবজারভার গ্রুপ অব ইন্ডিয়া; অধ্যাপক, বেনেট বিশ্ববিদ্যালয়; প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষক
• ড. পরিমল কান্তি মণ্ডল – জাতীয় সভাপতি, BRMGSU; সাধারণ সম্পাদক, NFITU (দিল্লি রাজ্য); যুগ্ম সম্পাদক, DPC; SLCC সদস্য, FCI, ভারত সরকার
• শ্রী সন্দীপ ভারমা – উপসচিব, মাননীয় মন্ত্রী (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ভারত সরকার)-এর অতিরিক্ত ব্যক্তিগত সচিব
• মি. বৈভব পরাশর – ডিরেক্টর, Versol Solutions; সহ-সভাপতি, বিজেপি গাজিয়াবাদ শ্রম শাখা
• আরজে আরতি মালহোত্রা – পরিচালক, গোল্ডেন স্প্যারোস
• ড. তিলক তানওয়ার – পরিচালক, Skald Consulting
• ডাঃ সুরেশ সিংভি – সহ-পরিচালক, স্যার গঙ্গা রাম হাসপাতাল, নয়াদিল্লি
• মি. এস.এইচ. শামস – গ্রুপ এডিটর, মিসাইল এক্সপ্রেস গ্রুপ অব নিউজপেপারস
• মিস আরতি রাই – সিনিয়র টিভি সাংবাদিক, কলামিস্ট ও অ্যাঙ্কর; ব্যুরো প্রধান, A1 TV
• অ্যাডভোকেট মোহাম্মদ ইরশাদ আহমদ – সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট; প্রাক্তন সভাপতি, এ.এম.ইউ. স্টুডেন্টস ইউনিয়ন
• ড. মোঃ আফসার – সিনিয়র সাংবাদিক ও অ্যাঙ্কর; সাংবাদিকতায় পিএইচ.ডি.; পোস্ট-ডক্টরাল গবেষক, জেএনইউ
• মি. মুকেশ কৌশিক – সিনিয়র সাংবাদিক, ব্যুরো প্রধান, দৈনিক ভাস্কর
• মি. আনজারুল বারি – সিনিয়র সাংবাদিক; সম্পাদক, ফ্রিডম প্রেস; জাতীয় সমন্বয়ক, IMCR
‘এক বছরে এক কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীতে কৃষক, মহিলা উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক, ছাত্রছাত্রী এবং সমাজসেবীরা সহ সমাজের সকল অংশের মানুষ একযোগে কাজ করেছে। এটা ঐক্য, সহমর্মিতা এবং তৃণমূলস্তরের উদ্যোগ নেওয়া ও বাস্তবায়নের প্রতীক, যা বিশ্ব উষ্ণায়নের মতো আমাদের সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছে।


গাছ লাগানো ও তার যত্ন নেওয়ার মাধ্যমে পজিটিভ বার্তা শুধু পরিবেশ সংরক্ষণেই অবদান রাখেনি, বরং সামাজিক উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের এক শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। সিড ব্যাংক থেকে শুরু করে ব্যবসা – এই নারীরা হয়ে উঠছেন তাদের সমাজের অর্থনৈতিক স্তম্ভ এবং একইসঙ্গে প্রকৃতি রক্ষার অভিভাবক।


এই সম্মেলন কেবল প্রখ্যাত ব্যক্তিত্বদের সমাবেশ নয়; এটা প্রত্যেক মানুষকে শ্রদ্ধা জানানোর এক উপলক্ষ, যারা চারা লাগিয়েছেন, জল দিয়েছেন, যত্ন নিয়েছেন। এটা তাদের সকলের প্রচেষ্টাকে শ্রদ্ধা জানানো, যারা বিশ্বাস করেন—পৃথিবীর জন্য সামান্য যত্নও বিশাল পরিবর্তন আনতে পারে।
ইন্ডিয়া কনস্টিটিউশন ক্লাবে এই দিনটা সবুজ অভিযানের পরবর্তী অধ্যায়ের সূচনা করবে। এই কর্মসূচীকে বিস্তৃত করে, ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার কাজ করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য