Friday, September 5, 2025
বাড়িখবররাজ্য২৮ টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

২৮ টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ২৮ টি মোবাইল উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক ,অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ, এসডিপিও দেবপ্রসাদ রায় এবং ওসি রানা চ্যাটার্জি।

মোবাইল চুরির অভিযোগ পেয়ে তদন্ত চালিয়ে উদ্ধার করা ২৮টি মোবাইল শুক্রবার পশ্চিম থানার পুলিশ সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল। এর মধ্যে বারোটি মোবাইল ছিল সি আই আর পোর্টালে লক করা ।শুক্রবার সংশ্লিষ্ট মোবাইল মালিকদের পশ্চিম থানায় ডেকে এনে তাদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ধ্রুব নাথ ,সদর এসডিপিও ডিপি রায় এবং পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি ।এদিন পশ্চিম থানায় বসে জেলা পুলিশ সুপার নমিত পাঠক এই সংবাদ জানান ।তিনি জানান, উদ্ধারকৃত ২৮ টি মোবাইলের মধ্যে বারটি মোবাইল ছিল সি আই আর পোর্টালে লক করা ।সি আইআর পোর্টাল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে তিনি জানান কারোর মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তারা cir. Gov.in এই ওয়েব এড্রেসে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর সাথে সাথেই চুরি যাওয়া সংশ্লিষ্ট মোবাইলটি লক করে দেওয়া হয় এবং এর ট্রাকিং শুরু হয় ।পশ্চিম থানার পুলিশ এই সিআইআর ট্র্যাকিংয়ে অভিযান চালিয়ে 12 টি মোবাইল উদ্ধার করে। এদিন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মোবাইল মালিকরা। তারা পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য