Thursday, September 4, 2025
বাড়িখবররাজ্যজিএসটি কাঠামো বদলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

জিএসটি কাঠামো বদলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

জিএসটি কাঠামোর পরিবর্তন আনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। জি এস টি কাঠামো পরিবর্তন আনার বিষয়টিকে আনন্দজনক বলে আখ্যায়িত করেন তিনি।

জিএসটি কাঠামো পরিবর্তন আনা হয়েছে ।বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নবরাত্রির প্রথম দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর করা হবে ।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই ঘোষণায় বেজায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয়ে এক প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,জিএসটি কাঠামোর পরিবর্তনের বিষয়টি আনন্দের ।স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী এর ইঙ্গিত দিয়েছিলেন ।গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী জানান ,আগে জিএসটির অনেকগুলো স্লেব ছিল। এখন দুটি স্লেব করা হয়েছে। জি এস টি’র নতুন ব্যবস্থাপনায় রাজ্যের খুব ভালো হয়েছে। এর জন্য রাজ্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা।

উল্লেখ্য ,এবার থেকে জিএসটিতে কেবলমাত্র 5% এবং ১৮% স্লেব থাকবে ।বারো শতাংশ এবং 28% স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। তবে বিলাসবহুল পণ্য এবং তামাকজাত পণ্যে ৪০ শতাংশ জিএসটি থাকবে ।চলতি মাসের ২২ তারিখ থেকে নতুন কর কাঠামো কার্যকর হবে ।জিএসটির নতুন কাঠামো চালু হলে অন্তত ১৭৫টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে বিভিন্ন মহলের অনুমান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য