Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যতপশিলীজাতি কল্যাণ দপ্তর ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলির সংস্কার করার উদ্যোগ নিয়েছে বললেন তপশিলীজাতি...

তপশিলীজাতি কল্যাণ দপ্তর ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলির সংস্কার করার উদ্যোগ নিয়েছে বললেন তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী

রাজ্য সরকার তপশিলীজাতি কল্যাণ দপ্তর পরিচালিত রাজ্যের সমস্ত ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলির সংস্কার এবং আধুনিকিকরণের উদ্যোগ নিয়েছে । হোস্টেলগুলিতে শৃঙ্খলা , নিয়মানুবর্তিতা দৃঢ়ভাবে মেনে চললে বর্তমান প্রজন্মের তপশিলীজাতি অংশের ছাত্রছাত্রীরা উপকৃত হবে । তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্ৰ দাস আজ গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে তপশিলীজাতি কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন ছাত্রাবাস , ছাত্রীনিবাস , প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা এবং স্পেশাল সেন্ট্রাল অ্যাসিসটেন্ট টু সিডিউলকাষ্ট সাব প্ল্যান এই তিনটি প্রকল্পের পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির ভাষণে এই কথা বলেন । বৈঠকে আলোচনার সূচনা করেন তপশিলীজাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্ৰা । বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলীজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস , অতিরিক্ত অধিকর্তা বিপ্লব দাস , বিদ্যালয় শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা কেশব কর , গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস , বিভিন্ন মহকুমার মহকুমা উন্নয়ন আধিকারিকগণ , বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সহ বিভিন্ন হোস্টেলের সুপারিনটেনডেন্টগণ । পর্যালোচনা বৈঠকে আলোচনায় অংশ নিয়ে তপশিলীজাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন , হোস্টেলের সুপারিনটেনডেন্টগণ হলেন আবাসিকদের অভিভাবক । তাই তাদের উচিত সর্বপ্রথমে ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তিতা শেখানো । তিনি বলেন , হোস্টেলগুলিতে আরও কিভাবে ভাল পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে । তিনি বলেন , সুন্দরভাবে হোস্টেল পরিচালনার জন্য সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসক , মহকুমা উন্নয়ন আধিকারিক , অভিভাবকদের নিয়ে প্রতিমাসে একবার সভা করতে হবে । এই রিপোর্ট হোস্টেল সুপার তপশিলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে পাঠাবেন । তিনি বলেন , হোস্টেলগুলিতে থাকা ছাত্রছাত্রীদের রেজাল্ট ভাল হলে অন্যরা উৎসাহ পাবে , হোস্টেলে ভর্তির আগ্রহ পাবে । হোস্টেলের পানীয়জল , শৌচালয় ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টি হোস্টেল সুপারকে নিয়মিত তদারকি করতে হবে । তিনি বলেন , আগামী ১৪ এপ্রিল ভারতরত্ন সংবিধান প্রণেতা ড . বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী সারা রাজ্যে পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । তপশিলীজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস বৈঠকে জানান , কেন্দ্রীয় সরকারের সামাজিকন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রক গোমতী জেলায় রাঙ্গামাটি এসসি গার্লস হোস্টেল , দক্ষিণ জেলার হরিনা এসসি গার্লস হোস্টেল এবং ঊনকোটি জেলার পাবিয়াছড়া এসসি গার্লস হোস্টেল নির্মাণের মঞ্জুরী দিয়েছে । এছাড়া পশ্চিম জেলার বিনোদিনী এসসি গার্লস হোস্টেল , দক্ষিণ জেলার শান্তিরবাজার এসসি গার্লস হোস্টেল , খোয়াই জেলার উত্তর ঘিলাতলী এসসি গার্লস হোস্টেল এবং ঊনকোটি জেলার রাংরুং থাই এসসি গার্লস হোস্টেল নির্মাণের জন্য এবছর কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে । তিনি জানান , প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় রাজ্যের ৩০ টি তপশিলীজাতি অধ্যুষিত ভিলেজে পরিকাঠামো উন্নয়ন , পানীয়জল , রাস্তাঘাট , শিক্ষা সম্প্রসারণ প্রভৃতির কাজ চলছে । স্পেশাল সেন্ট্রাল অ্যাসিসটেন্ট টু সিডিউলকাস্ট সাব প্ল্যান প্রকল্পে ২০২২-২০২৩ অর্থবছরে কাজ করার জন্য জেলাশাসকদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য