আসন্ন এডিসি এবং ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে জনজাতি নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক করল পদেশ বিজেপি। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, আসাম এবং ত্রিপুরার সংগঠন মন্ত্রিসহ বিজেপির জনজাতি নেতৃবৃন্দ।
রাজ্যে এডিসির সাধারণ নির্বাচন আসন্ন ।সুপ্রিম কোর্টের নজরদারি অনুসারে একই সাথে অনুষ্ঠিত হতে পারে ভিলেজ কমিটির নির্বাচন ।আর এই দুই নির্বাচনকে সামনে রেখে বুধবার রাজ্যের জনজাতি নেতৃত্বদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক সংঘটিত করল প্রদেশ বিজেপি। বিজেপি রাজ্য দপ্তরে বুধবার এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির আসাম এবং ত্রিপুরার সংগঠন মন্ত্রী ,রাজ্য সরকারের দুই জনজাতি মন্ত্রী যথাক্রমে সান্তনা চাকমা এবং বিকাশ দেববর্মা সহ প্রদেশ বিজেপির জনজাতি অংশের নেতৃবৃন্দ ।এদিন এই বৈঠক প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান ,জনজাতিদের বিশেষ কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি সমাধান করার লক্ষ্যেই এই সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন আসবে ,নির্বাচন যাবে ।আমরা নির্বাচনের মুখোমুখি হব ।তা ভিলেজ কমিটি বা এডিসি যেকোন নির্বাচনই হোক না কেন ।তিনি আরো জানান, নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে দল ।নির্বাচন নিয়ে কোন সমস্যা নেই ।কিন্তু নির্বাচন নিয়ে এই বৈঠক নয় বলে স্পষ্ট ভাষায় জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আরও জানান ,এডিসি এলাকা দিয়ে ভূগর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে ।এর জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে ।ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না তা ঠিক নয় বলে জানান মুখ্যমন্ত্রী।