নির্বাচিত পঞ্চায়েতের সদস্যগণ স্থানীয় উন্নয়নের পথপ্রদর্শক। পঞ্চায়েত স্তরে বিভিন্ন সমস্যার সমাধানকারী এবং জনগণের আস্থার প্রতীক। প্রতিটি গ্রাম, প্রতিটি পরিবার এবং গ্রামের প্রত্যেক ব্যক্তিকে ক্ষমতায়ন করা নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের অবশ্য কর্তব্য। পঞ্চায়েতরাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ একথা বলেন। অরুন্ধতীনগরস্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে আয়োজিত ২ দিনব্যাপী এই কর্মসূচি আজ শেষ হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী কিশোর বর্মনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আজ সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে টেকসই জীবিকা সৃষ্টির সুযোগ তৈরি করা। রাজ্যপাল আশা প্রকাশ করেন রাজ্যের গ্রামগুলি আগামী প্রজন্মের জন্য আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়ে উঠবে।
বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েতমন্ত্রী কিশোর বর্মন বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি নির্বাচিত জনপ্রতিনিধিদের দক্ষতা এবং নেতৃত্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেবে। ভারত ইনেশিয়েটিভ ফাউন্ডেশনের অধিকর্তা এন. কে. গিলানি স্বাগত বক্তব্য রাখেন।
সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু সভাধিপতিগণের হাতে অংশগ্রহণের সার্টিফিকেট তুলে দেন। গ্রামোন্নয়ন (পঞ্চায়েত দপ্তর) এবং ভারত ইনেশিয়েটিভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।