ত্রিপুরা রাজ্যের একমাত্র সরকারি আর্ট কলেজ ৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ৫০ বছরে পা দিতে চাচ্ছে। এই উপলক্ষ্যে দীর্ঘ ১বছর ধরে নানা কর্মসূচীর আয়োজন করা হবে, ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং সালে এই কর্মসূচির সমাপ্তি হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল। তিনি আরো বলেন, এই সময়ের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সেমিনার। হার্ট বিষয়ক বিভিন্ন ধরনের কর্মশালা, প্রদর্শনীর আয়োজন করা হবে। ৯ সেপ্টেম্বর পাঁচ দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মসূচিতে কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা থাকবেন বলেও জানিয়েছেন প্রিন্সিপাল।