বিধায়ক আবাসে ঢুকে মথা বিধায়ককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা কে কেন্দ্র করে মঙ্গলবার বিধায়ক আবাস পরিদর্শন করলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যান কর ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দশদা কাঞ্চনপুরের মাথা বিধায়ক ফিলিপ কুমার রিয়াং ।
নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের আইন প্রণেতাগণ সোমবার রাতে তিন যুবক মতামত অবস্থায় এনসিসি থানার অধীন নবনির্মিত এমএলএ হোস্টেলে প্রবেশ করে ১০ দা কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে তাকে প্রাণ নাসের ও হুমকি দেয় তিন দুর্বৃত্তদের চিনতে পারেননি বলে জানান মথা বিধায়ক ফিলিপ কুমার রিয়াং তিনি জানান রাত দশটা নাগাদ তিনি এমএলএ হোস্টেলের লনে পরিবারের সদস্যদের নিয়ে হাট ছিলেন তখনই তিন যুবক এসে তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকিতে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং ।
এমএলএ হোস্টেলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহলের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহল থেকে এই ঘটনার তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।