Friday, September 5, 2025
বাড়িখবররাজ্যগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে, পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

গ্রামের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে, পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

গ্রামের আর্থ সমাজিক ও সাংস্কৃতিক পরম্পরা বজায় রেখে সার্বিক উন্নয়নে কাজ করতে হবে ।সোমবার এডি নগরের স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ত্রিপুরায় পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা।

দেশের গণতন্ত্রের মূল ভিত্তি হল পঞ্চায়েত রাজ ।গ্রামীণ শাসন ব্যবস্থায় এই তৃতীয় স্তর জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করে ।এই পঞ্চায়েত রাজে সক্ষমতা বৃদ্ধির জন্য দুই দিনের পঞ্চায়েত রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি সোমবার থেকে রাজধানীর এডিনগরের টেট রিসোর্ট সেন্টারে শুরু হয়েছে। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন ,পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিস্তরের পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রবাদী চিন্তা ধারা নিয়ে উন্নয়নের কাজ করতে হবে। তিনি বলেন ,আমাদের দেশে ৬৫ থেকে ৭০ শতাংশ লোক গ্রামে বাস করে ।রাজ্যে ৬০ থেকে ৭৫ শতাংশ লোক গ্রামে বসবাস করেন ।জিএসডিপি বা পার ক্যাপিটা ইনকাম সবই নির্ভর করছে গ্রামের আর্থসামাজিক উন্নয়নের উপর ।তাই গ্রামের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। তিনি বলেন ,সরকারের মূল লক্ষ্য হলো সবকা সাথ,সব কা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস ।এই লক্ষ বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের। তিনি বলেন , পঞ্চায়েতের প্রতিনিধিরা সৌভাগ্যবান। কারণ তারা গ্রামের দরিদ্র মানুষের সেবা করার সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো সমাজের অন্তিম শ্রেণীর মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন। এই লক্ষ্য পুরনে সংবিধান নই তৃণমূল স্তরের জনপ্রতিনিধিদের অধিকার প্রদান করেছে।

দুই দিনের এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের রিসোর্স পারসনরা উপস্থিত ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সামনে তাদের বক্তব্য রাখবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য