Sunday, August 31, 2025
বাড়িখবররাজ্যসব সরকারি অফিসে মন কি বাত অনুষ্ঠান আয়োজন করা উচিত -মন্ত্রী সুধাংশু...

সব সরকারি অফিসে মন কি বাত অনুষ্ঠান আয়োজন করা উচিত -মন্ত্রী সুধাংশু দাস

রাজ্যের সব সরকারি অফিসে মন কি বাত অনুষ্ঠান আয়োজন করা উচিত বলে মনে করেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। রবিবার ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল আয়োজিত মন কি বাত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে প্রাণিসম্পদ বার্তা নামে একটি ম্যাগাজিনের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস ।

রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 125 তম মন কি বাত অনুষ্ঠান ।এই উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন ভেটেরিনারী অফিসে মন কি বাত অনুষ্ঠান শ্রবণের আয়োজন করা হয় ।ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিল এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই অনুষ্ঠানে ভেটেরিনারি ডক্টরদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 125 তম মন কি বাত অনুষ্ঠান শ্রবন করেন মন্ত্রী। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন,ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রথমবার মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হল। এটি একটি অনুষ্ঠানই নয়। সারাদেশে এটি উৎসবের পরিণত হয়েছে ।এর মাধ্যমে দেশের কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিক পরিকাঠামো, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ কিভাবে উন্নতি করছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পারি ।এই অনুষ্ঠান আমাদের কাছে একটি বড় প্রাপ্তি ।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান ,মন কি বাত অনুষ্ঠান কোন রাজনৈতিক অনুষ্ঠান নয় ।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটিও রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন না ।অনেক না জানা তথ্য আমাদের সামনে তুলে ধরেন ।তাই সব সরকারি অফিসে মন কি বাত অনুষ্ঠান আয়োজন করা উচিত ।এতে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে অনুপ্রাণিত হবেন বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস।

এই অনুষ্ঠানেই ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন এর উদ্যোগে প্রাণিসম্পদ বার্তা নামে একটি ম্যাগাজিনের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন এই ম্যাগাজিন রাজ্যের প্রাণীপালকদের বিশেষভাবে উপকৃত করবে। প্রাণী পালকরা কিভাবে উন্নতি করতে পারবেন, লাইভস্টক সেক্টরে কিভাবে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে এই ম্যাগাজিনটিতে ।এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করায় প্রাণী চিকিৎসকদের অভিনন্দন জানান মন্ত্রী সুধাংশু দাস।

এই অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে কর্মরত প্রাণী চিকিৎসক এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য