ভোট চোর গদ্দি ছোর স্লোগান কে সামনে রেখে সারা দেশের সাথে রাজ্যেও শনিবার বিক্ষোভ মিছিল সংগঠিত করল প্রদেশ কংগ্রেস ।এই বিক্ষোভ মহা মিছিলর নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বিক্ষোভ মিছিলটি আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বুদ্ধ মন্দির পেড়িয়ে সার্কিট হাউজের সামনে গেলে পুলিশ মিছিলের গতি রোধ করে ।এই বিক্ষোভ মিছিল কে কেন্দ্র করে শনিবার রাজধানীতে সাংগঠনিক দৃঢ়তা দেখালো প্রদেশ কংগ্রেস।
বিহারে এস আই আর প্রয়োগ করে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে ।এই ঘটনাকে কেন্দ্র করে বিহারে ভোটার অধিকার যাত্রা সংঘটিত করে চলছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলি ।এই অবস্থায় ভোট চোর গদ্দি ছোড় স্লোগান তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই স্লোগানকে সামনে রেখে শনিবার রাজধানীতে এক মহা বিক্ষোভ মিছিল সংঘটিত করে প্রদেশ কংগ্রেস বিক্ষোভ মিছিলটি আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বুদ্ধ মন্দির পেড়িয়ে সার্কিট হাউসের সামনে গেলে পুলিশ মিছিলের গতি রোধ করে ।এদিন এই বিক্ষোভ মহা মিছিল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান ,বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের দলগুলি ।বিহারে ভোটার অধিকারযাত্রা সংঘটিত করে চলছে রাহুল গান্ধী ।এই যাত্রা সারাদেশে বিরোধী সমর্থকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন আগরতলায় এই যাত্রা সংঘটিত করা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিল বলে জানান তিনি।
প্রদেশ কংগ্রেসের ডাকে আয়োজিত এই বিক্ষোভ রেলিতে বিধায়ক বীরজিত সিনহা,বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকরাও এই মিছিলে পা মেলান।