শনিবার ডিওআইএফআই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যাগে ২৫ বছর আগে প্রয়াত হওয়া যোগেন্দ্রনগর এলাকার সিপিআইএম নেতৃত্ব ডঃ অজিত রায় চৌধুরীর প্রয়াণ দিবসের ২৫ বছর পূর্তিতে বিদ্যাসাগর পার্টি অফিসে শহিদ ডঃ অজিত রায় চৌধুরীর শহিদান দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এদিনের কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার, তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস সহ অন্যান্যরা । এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি । তিনি বলেন ভোট রণকৌশলকে হাতিয়ার করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে বিজেপি এবং জনবিরোধী কার্যকলাপ সারা দেশে চালিয়ে যাচ্ছে আর এস এস পরিচালিত বিজেপি সরকার , শ্রমিক, দিনমজুর, সংখ্যালঘু, কৃষক, তপশীলি জাতি, উপজাতি, হিন্দু, মুসলাম সহ অন্যান্যদের উপর অমনাবিক আন্দোলন করতে পূর্বে কোনো সরকারকে দেখা যায়নি। আগামীদিনে বিজেপির হার নিশ্চিত জেনেই জনগণের উপর অত্যাচার করছে।
এছাড়া এদিন তিনি SIR নিয়ে বলেন কিছুদিন আগে বিহারের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রথম পর্যায়ে খসড়া ভোটার তালিকা থেকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মুসলিম, সংখ্যালঘু সম্প্রদায় সহ অন্যান্যদের নাম বাতিল করা হয়েছে। এর ফলে বিহার সহ গোটা ভারতে প্রতিবাদ হচ্ছে। এককথায়, ভোট রণকৌশলকে হাতিয়ার করে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে বলে জানান ।