Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যদক্ষিণ জয়পুর এলাকায় ১৯ পারিবারের একটি কলোনিকে উচ্ছেদ করলো প্রশাসন

দক্ষিণ জয়পুর এলাকায় ১৯ পারিবারের একটি কলোনিকে উচ্ছেদ করলো প্রশাসন

শনিবার দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর ধরে হাওড়া নদীর তীরে সরকারি জমিতে বসবাসকারী ১৯ পরিবারকে উচ্ছেদ করলো প্রশাসন , এর মধ্যে দেখা গেল বিরলতম ঘটনা যা প্রশাসনিক আধিকারীকদের উপস্থিতিতে সরকারি নোটিশ মেনে হাসিমুখে নিজেরাই ভাঙলেন তাঁদের বসতঘর। প্রসঙ্গত স্মার্ট সিটির প্রকল্পের অঙ্গ হিসাবে হাওড়া নদীর বাধ নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই মোতাবেক কাজও শুরু হয়। তবে এই অস্থায়ী কলোনির জন্য মাঝ পথে কাজ বন্ধ করতে বাধ্য হয়। তাই তাদেরকে আগাম নোটিশ দিয়ে করা হয় উচ্ছেদ সরকারি নোটিশ মেনে হাসিমুখে পরিবার গুলির সক্রিয় অংশগ্রহণ ও শান্তিপূর্ণ মনোভাব দেখে খুশি হয় প্রশাসনও ।

এদিন উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা জানান, এলাকার বিধায়ক তাঁদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন এবং স্থানীয় কাউন্সিলার নিতু দে গুহ প্রতিদিনই খোঁজ নিচ্ছেন। তাছাড়া “আমরা জানি এই জমি সরকারি। তাই আইন মেনেই আমরা নিজেরাই ঘর ভেঙে দিলাম। এখন শুধু চাই সরকার আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিক।” তাঁদের বিশ্বাস, প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে নতুন করে জীবনের পথচলা শুরু করতে পারবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য