শিশুরা দেশের ভবিষ্যৎ নাগরিক ,তারা সুরক্ষিত থাকলেই দেশের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে ।বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে চাইল্ড রাইটস শীর্ষক উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির আঞ্চলিক সম্মেলনে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তৃপ্তি গুরহা,রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা ।
শিশুরাও মানুষ ।তাদের রক্ষা করা উচিত ।শিশুদের সুরক্ষিত রাখা কেবলমাত্র সরকার বা সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বই নয় ।এই দায়িত্ব সকলকে নিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে শিশু সুরক্ষা সম্পর্কিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির এক আঞ্চলিক কনভেনশনের উদ্বোধন করে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন তৃপ্তি গুরহা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় ,জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্য সচিব ডক্টর সঞ্জীব শর্মা সহ অন্যান্যরা ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন ,শিশুরাই দেশের ভবিষ্যৎ ।তাই তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে ।তবেই আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে।
এই আঞ্চলিক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তৃপ্তি গুরহা বলেন ,শিশুদের অধিকার সুরক্ষায় বিভিন্ন পোর্টাল চালু করা হয়েছে। শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্যে এই পোর্টাল। তাদের সুরক্ষিত রাখতে পসকো আইন ।এই আইন সম্পর্কে উপস্থিত সকলকে বিস্তারিতভাবে জানা একান্ত প্রয়োজন।
কনভেনশনে বক্তব্য রাখেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ।তিনি জানান, রাজ্যে বর্তমানে ৪৪টি শিশু গৃহ রয়েছে ।এতে 950 জন শিশুর রয়েছে। রাজ্য সরকার প্রতি মাসে রাজ্যের ৪২৩৪ জন শিশুদের মাসের ৪০০০ টাকা করে ভাতা দিচ্ছে। রাজ্যের ৮ জেলায় আইসিডিএস প্রকল্পে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দু’লক্ষ 32 হাজার শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য এবং সুষম খাদ্য প্রদান করা হচ্ছে। রাজ্যে প্রধানমন্ত্রীর মাতৃ পুষ্টি প্রকল্প ভালোভাবে চলছে ।এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর একটি প্রকল্পে গর্ভবতী মায়েদের ২০০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।