রাজ্যের উন্নয়নের মুকুটে জুড়তে চলেছে আরো একটি নতুন পালক। আগরতলা পুর নিগমের তত্ত্বাবধানে চলছে রাজধানীর বুকে সিটি হাসপাতাল নির্মাণের কাজ। রাজধানীর বুকে দু দুটি প্রধান হাসপাতাল থাকা সত্ত্বেও স্বাস্থ্য পরিষেবা কে আরো সুদৃঢ় করতে বৃহস্পতিবার রাজধানীর বুকে নির্মিত হওয়া সিটি হাসপাতাল নির্মাণের কাজ পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন পরিদর্শন শেষে দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান একটি হাসপাতালে যা যা থাকা দরকার প্রয়োজনীয় চিকিৎসকসহ সব ধরনের সুযোগ সুবিধা এই হাসপাতালে থাকবে এবং সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে সময়ের আগে কাজ শেষ করে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে এই হাসপাতাল চালু করা যেতে পারে বলে জানান। তাছাড়া রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে এবং নিগমবাসীর আরও সুবিধার্থে আগরতলা পুর নিগম এই প্রথম উদ্যোগ নিয়েছে তাই সকল রাজ্যবাসীর সহযোগিতার পাশাপাশি রাজ্যের সকল প্রান্ত থেকে আসা লোকজনদের সাথে শহরবাসীর বিশেষ সুবিধা হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।