রাজধানী আগরতলা শহরের প্রায় প্রতিটি রাস্তার দুইপাশ কেটে অত্যাধুনিক বক্স কালভার্ট ড্রেন তৈরি করা হচ্ছে। মূলত বর্ষাকালে যাতে জল না জমে এবং সাধারণ মানুষ কোন ধরনের অসুবিধা ছাড়াই বর্ষার দিনগুলিতে চলাফেরা করতে পারেন তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ চলছে। কিন্তু হাতেগোনা কয়েকদিন পর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই সময় যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয় তার জন্য জরুরী ভিত্তিতে বৈঠকে বসলো আগরতলা পুর নিগম এবং আগরতলা স্মার্ট সিটি মিশনের আধিকারিকরা। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সিইও দিলীপ কুমার চাকমা, আগরতলা স্মার্ট সিটির আধিকারিক ডা শৈলেশ কুমার যাদব সহ আগরতলা পুর নিগমের অন্যান্য কর্পোরেটর এবং আধিকারিকরা।
এ দিনের এই বৈঠক সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন, প্রতিবছর পূজার আগে আগরতলা পুরো নিগমের তরফে একটি বৈঠক করা হয়। মূলত এই বৈঠকে আলোচনা করা হয় পূজার সময় জরুরী ভিত্তিতে কি কি কাজ করতে হবে। কারণ পূজার দিনগুলিতে অন্যান্য সময়ের তুলনায় অনেক অনেক বেশি সংখ্যক লোক সমাগম হয়। দেশ বিদেশ থেকে আসা মানুষরা যাতে সাচ্ছন্দের সুন্দর পরিবেশে শারদ উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য পুরো নিগমের তরফে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি আরো বলেন পূজার সময় গুলিতে যাতে জরুরী ভিত্তিতে কাজ করা যায় তাই মুখ্যমন্ত্রীর কাছে পুর নিগমের তরফে কিছু টাকা চাওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী এই টাকাগুলো দেওয়ার সম্মতি জানিয়েছেন।
সব মিলিয়ে বলা যায় পূজার আগে আগরতলা পুরো নিগমের যে সকল এলাকায় রাস্তাঘাটের সমস্যা রয়েছে তা জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে।