ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য গঠিত অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের রাজ্য সভাপতি হলেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা।সংগঠনের উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক দায়িত্বও তাকে দেওয়া হয়েছে ।ইতিমধ্যেই ষোল জনকে সহ-সভাপতি ,14 জন কে সাধারণ সম্পাদক, ১৬ জনকে সম্পাদক ও ২১ জনকে এক্সিকিউটিভ সদস্য করে বিরাট আকারের রাজ্য কমিটিও গঠন করেছেন বিধায়ক বিরোজিৎ সিনহা।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রবর্তিত ত্রিস্তর পঞ্চায়েতকে সর্বসাধারণের মধ্যে পৌঁছে দিতে সাংগঠনিকভাবে কাজ করে চলছে অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদ। অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদ বা এআইপিপি’র রাজ্য সভাপতি করা হয়েছে রাজ্য কংগ্রেসের পরিষদীয় নেতা বিধায়ক বিরজিৎ সিনহাকে। উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক দায়িত্বও তাকে প্রদান করা হয়েছে ।মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কংগ্রেস দলের পরিষদীয় নেতা বিধায়ক বিরোজিৎ সিনহা। এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক জানান ,ইতিমধ্যেই অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের রাজ্য কমিটি গঠন করা হয়েছে,। এই কমিটির বহর আরো কিছুটা বাড়বে। কমিটিতে বর্তমানে ১৬ জন সহ-সভাপতি ,চৌদ্দ জন সাধারণ সম্পাদক ,১৬ জন সম্পাদক, ২১ জন কার্যকরী সদস্য, মিডিয়া ডিপার্টমেন্টের চারজন এবং আঁট জেলার ৮ জন জেলা সভাপতি রয়েছেন। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরোজিৎ সিনহা আরো জানান, সারাদেশের বিভিন্ন রাজ্যগুলিতে নিজ নিজ ব্যবস্থাপনায় পঞ্চায়েতগুলি চলত। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়ে সংবিধান সংশোধনীর মাধ্যমে জেলা পরিষদ ,পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত গুলি কে নিয়ে ত্রিস্তর পঞ্চায়েতি রাজ গঠন করে সারা দেশে পঞ্চায়েত ব্যবস্থাকে এক আইনে অন্তর্ভুক্ত করেছেন। এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করে চলছে এই সংগঠন। তিনি আরো জানান ,পূজোর আগেই অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের রাজ্য শাখার নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদের রাজ্য শাখার সহ-সভাপতি আইনজীবী অমৃত লাল সাহা, আইনজীবী দেবাশীষ দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।