Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর হাত ধরে "বিকশিত ত্রিপুরা- ২০৪৭" ভিশন ডকুমেন্ট প্রকাশিত

মুখ্যমন্ত্রীর হাত ধরে “বিকশিত ত্রিপুরা- ২০৪৭” ভিশন ডকুমেন্ট প্রকাশিত

আগামী ২০৪৭ সালের মধ্যে বিকশিত ত্রিপুরার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে প্রকাশিত হলো ‘বিকশিত ত্রিপুরা- ২০৪৭’ নামাঙ্কিত ভিশন ডকুমেন্ট।

‘উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ার স্লোগানকে সামনে রেখে অর্থনীতিকে মজবুত করা, মাথাপিছু আয় বৃদ্ধি, জি.ডি.পি বৃদ্ধি, ১০০% পূনর্নবীকরনযুক্ত শক্তির ব্যবহার, ১০০ % সাক্ষরতা, নারী ক্ষমতায়ন,আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি সহ একাধিক প্যারামিটারে রাজ্যকে স্বয়ংসম্পূর্নতার দিশায় এগিয়ে নিয়ে যেতে এই ডকুমেন্টে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায়, সাধারণ মানুষের অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ, সমৃদ্ধ, সুস্বাস্থ্য সম্মত ভবিষ্যত সুনিশ্চিত করাই এই ভিশন ডকুমেন্টের মূল লক্ষ্য।তিনি বলেন, “বিকশিত ভারত ২০৪৭” ভিশনকে সামনে রেখে রাজ্যে ১২৪ মিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যকে বাস্তবায়ন করতে হবে। এই ক্ষেত্রে সকলের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।মুখ্যমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন, কৃষি থেকে শুরু করে পর্যটন, আইটি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যের বিশেষ সাফল্যের কথা তুলে ধরেন।তিনি বলেন, এই সরকারের সময়কালে ডাই-ইন-হারনেস সহ সর্বমোট ১৯,৭৪২ সরকারি চাকরি প্রদান করা হয়েছে। এছাড়াও, মহিলা ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ, প্ল্যানিং ও কো-অর্ডিনেশন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য