Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যনিয়মিত বেতন প্রদানের দাবিতে এম ভি ইউ স্টাফদের ডেপুটেশন

নিয়মিত বেতন প্রদানের দাবিতে এম ভি ইউ স্টাফদের ডেপুটেশন

দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মরত মোবাইল ভেটেনারি ইউনিটের স্টাফরা ।শুক্রবার তারা নিয়মিত বেতন প্রদানের দাবি জানিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন।

দুর্গম এলাকার পশুপালকদের বাড়ি বাড়ি গিয়ে পশুদের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে মোবাইল ভেটেনারি ইউনিট তথা এম ভি ইউ নামে একটি প্রকল্প গ্রহণ করে কেন্দ্রীয় সরকার ।দেশের সবকটি রাজ্যে এই প্রকল্প চালু রয়েছে। ত্রিপুরা রাজ্যেও গত তিন বছর ধরে এন ভি ইউ প্রকল্প চালু রয়েছে ।এই প্রকল্পে ২৬ জন কে অস্থায়ীভাবে নিযুক্ত করা হয়েছে ।তারা রাজ্যের প্রত্যন্ত এলাকার পশুপালকদের বাড়ি বাড়ি গিয়ে পশুদের চিকিৎসা পরিষেবা প্রদান করে চলছেন। অভিযোগ পাঁচ মাস ধরে এই এম ভি ইউ স্টাফরা বেতন পাচ্ছেন না। বিষয়টি তারা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে অধিকর্তার নিকট একাধিকবার জানিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ।এই পরিস্থিতিতে নিয়মিত বেতন প্রদানের দাবিতে শুক্রবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এম ভি ইউ প্রকল্পে নিযুক্ত ২৬ জন অনিয়মিত কর্মী দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। এই ডেপুটেশন প্রদান প্রসঙ্গে এক অনিয়মিত কর্মী জানান, গত তিন বছর ধরে তারা পরিষেবা প্রদান করে আসছেন । গত পাঁচ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না ।কিন্তু তারা পরিষেবা প্রদান করে চলছেন ।এই অবস্থায় তাদের সংসার প্রতিপালন করা আর সম্ভব হয়ে উঠছে না ।তাই তারা নিয়মিত বেতন প্রজানের দাবিতে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করছেন।

এদিন দপ্তর সূত্রে জানা গেছে অধিকর্তা সংশ্লিষ্ট কর্মীদের স্মারকলিপি গ্রহণ করেন। অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অধিকর্তা নিজে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য