Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যএক কুখ্যাত চোরকে গ্রেফতার করলো পশ্চিম থানার পুলিশ

এক কুখ্যাত চোরকে গ্রেফতার করলো পশ্চিম থানার পুলিশ

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের নেমে বটতলা এলাকা থেকে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ। ধৃত চোরের নাম নুর ইসলাম হোসেন। তার কাছ থেকে বেশ কিছু এসি মেশিনের তার এবং পাইপ উদ্ধার করেছে পুলিশ।

চলতি মাসের প্রথম দিকে পশ্চিম থানার পুলিশ রাজধানীর আড়ালিয়া থেকে রাজেশ নম নামে এক চোরকে গ্রেফতার করে ।তার বাড়ি থেকে এসি মেশিনের যন্ত্রপাতি এবং তার উদ্ধার করে পুলিশ ।ধৃত রাজেশ নামক কে জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসি মেশিন চুরি এবং তার চুরির সাথে যুক্ত বেশ কিছু চোরের নাম পায় পশ্চিম থানার পুলিশ ।এর মধ্যে রবিবার রাতে পুলিশের কাছে খবর আসে এসি মেশিনের বেশ কিছু তার এবং পাইপ নিয়ে বটতলায় বিক্রি করতে আসছে এক চোর ।এই গোপন সংবাদ এর ভিত্তিতে বটতলা ফারি থানার ওসি শুভজিৎ দেব এবং পশ্চিম থানার এসআই গোবিন্দ সিনহার যৌথ নেতৃত্বে পুলিশের একটি দল বটতলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ।অভিযান কালে পুলিশ এক কুখ্যাত চোরকে আটক করে ।তার কাছ থেকে পুলিশ বেশ কিছু চুরি যাওয়া এসি মেশিনের তার এবং পাইপ উদ্ধার করে। ধৃত চোরের নাম নুর ইসলাম হোসেন ।সোমবার পশ্চিম থানার ওসি রাণা চ্যাটার্জী এই সংবাদ জানান । তিনি জানান ,ধৃত অভিযুক্ত নূর ইসলাম হোসেনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের অনুমান, ধৃত অভিযুক্ত নুর ইসলাম হোসেনকে জিজ্ঞাসা বাদ চালিয়ে এই ধরনের চুরির কাজের সাথে যুক্ত আরো কিছু চোরের নাম পাওয়া যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য