অবিলম্বে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার রাজ্যে তিন ঘন্টার প্রতিবাদ কর্মসূচি পালন করল নেসো ভুক্ত ছাত্র সংগঠন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ। এদিন রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় টিএসএফ সকাল 11 টা থেকে দুপুর 1 টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে।
অবশেষে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পথে নামল ছাত্র সংগঠন গুলি ।সোমবার নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন বা নেসোভুক্ত বিভিন্ন রাজ্যের ছাত্র সংগঠন গুলি নিজ নিজ রাজ্যে তিন ঘন্টার প্রতিবাদ কর্মসূচি পালন করে ।দেশ উত্তর পূর্বাঞ্চল এবং রাজ্য থেকে অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ নিজ রাষ্ট্রে ফেরৎ পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবিতেই এদিন এই আন্দোলন সংঘটিত করা হয়। সোমবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন স্থানে নেসো’র সমর্থক তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ-এর উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হয়।টিএসএফ ছাত্রছাত্রীরা ভিআইপি রোড অবরোধ করে সংশ্লিষ্ট দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন। এই কর্মসূচি প্রসঙ্গে টিএসএফের এক ছাত্র নেতৃত্ব জানান , নেসোর আহ্বানে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে আজ এক দফা দাবির ভিত্তিতে এই প্রতিবাদ কর্মসূচি চলছে ।ত্রিপুরায় তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন বা টিএসএফএই কর্মসূচি পালন করছে । তিনি আরো জানান ,বেআইনি অনুপ্রবেশকারীদের কোন জাত ধর্ম নেই ।অবিলম্বে দেশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চল থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেশ এবং রাজ্যের শান্তি বজায় রাখার দাবিতে এই আন্দোলন বলে জানান তিনি।
এদিন ছাত্র নেতারা জানান, সরকার অবিলম্বে তাদের এই দাবি না মানলে তারা পরবর্তী সময় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে আরো বড় ধরনের আন্দোলন সংঘটিত করে তুলবেন। ছাত্র নেতৃবৃন্দের মতে ,সরকার দাবি না মানলে আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করবেন। এদিন টিএসএফের এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সার্কিট হাউজ এলাকায় প্রচুর আরক্ষা কর্মী মোতায়েন করা হয় ।টিএসএফ-এর আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়।