Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যএক হোটেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

এক হোটেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মালিকের বাড়ি থেকে এক হোটেল কর্মীর মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম সন্তোষ সাহা ওরফে টেমা। ঘটনা রাজধানীর পূর্ব থানার অধীন কামান চৌমুহনী এলাকার এক নিরামিষ হোটেলের মালিক লিটন দেবের বাড়িতে।

রাজধানীর কামান চৌমুহনী এলাকার এক নিরামিষ হোটেলের মালিকের বাড়ি থেকে এক হোটেল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ ।মৃত যুবকের নাম সন্তোষ সাহা, বাড়ি লম্বু ছড়ার দুর্গাবাড়ি এলাকায়। জানা গেছে ,আনুমানিক ১২ বছর বয়স থেকে সন্তোষ সাহা কামানচৌমুহনীর লিটন দেবের নিরামিষ হোটেলে থেকে খেয়ে কাজ করতো। রবিবার সকালেও হোটেলের জন্য রুটি ভাজে সে ।এরই মধ্যে মালিকের দেওয়া আখের রস খায় সন্তোষ। কিছুক্ষণ বাদে অন্যান্য কর্মীদের একটু আসছি বলে হোটেল থেকে বেরিয়ে যায় সে ।তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে সবাই তার শোয়ার ঘরে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ ।চিৎকার করে ডাকাডাকি করার পরও তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল মালিক লিটন দেব পুলিশে খবর দেন ।পরে পুলিশ এলে দরজা ভেঙে তারা ঘরের ভেতরের সিলিং ফ্যানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এদিন হোটেলের মালিক লিটন দেব এই সংবাদ জানান।

এদিকে মৃত যুবকের বড় বোন এই ঘটনার পেছনে হোটেল মালিক লিটন দেবের বিরুদ্ধে অভিযোগ তোলেন ।তিনি জানান ,সম্প্রতি মালিক কর্তৃপক্ষ তার ভাইকে মানসিক অভাবে অশান্তি দিত ।মালিকের মানসিক অত্যাচারের কারণেই তার ভাই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন মৃত যুবকের বোন।

এদিন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায় ।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য