বৃহস্পতিবার ৭৯ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে পশ্চিম আগরতলা থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি বাইক র্যাযলি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ, সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি, পশ্চিম মহিলা থানার ওসি সহ অন্যান্য মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা। এদিন সাংবাদিকদের পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান , সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি অভিযান বাস্তবায়নে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার বাস্তবায়নে এই তিরঙ্গা র্যা লির আয়োজন এবং ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উৎযাপন করা হবে বলে। পাশাপাশি সমাজের সমস্যা নিরসনে পুলিশ যথেষ্ট ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।