Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যএইডস এবং এইচআইভি প্রতিরোধে অন্য রাজ্যগুলিকে পথ দেখাবে ত্রিপুরা - মুখ্যমন্ত্রী

এইডস এবং এইচআইভি প্রতিরোধে অন্য রাজ্যগুলিকে পথ দেখাবে ত্রিপুরা – মুখ্যমন্ত্রী

এইচ আই ভি এবং এইডস মোকাবিলায় সঙ্ঘবদ্ধ লড়াইয়ে অন্যতম হাতিয়ার হোক সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা ।
রেড রিবন ক্লাবের মাধ্যমে সংঘবদ্ধভাবে এইচআইভি ও এইডসের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য বিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ।মঙ্গলবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আয়োজিত বেল অফ এওয়ারনেস অনুষ্ঠানের সুচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী।

এইডস এবং এইচআইভির বিরুদ্ধে প্রতিরোধে বিদ্যালয় স্তর থেকেই উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ।এরই উদ্যোগ হিসেবে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে গঠিত রেড রিবন ক্লাবের সদস্যদের এইডস এবং এইচআইভি সম্পর্কে সচেতন করে তুলতে বেল অফ অ্যাওয়ারনেস শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ।এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্যে, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্রকুমার সহ অন্যান্যরা ।এদিন ঘন্টা বাজিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্যে এইডস এবং এইচআইভির বারবারন্ত উদ্যোগ জনক বিষয় ।এইচআইভি তে আক্রান্তের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে রাজ্যের স্থান চতুর্থ ।সুতরাং বিষয়টি নিয়ে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন ।এতদিন বিষয়টি নিয়ে কলেজ স্তরেই আলোচনা এবং সচেতনতা চলছিল ।বর্তমানে বিদ্যালয় স্তরেও এই উদ্যোগ শুরু হয়েছে ।তিনি বলেন ,বিদ্যালয় স্তরে ছাত্র-ছাত্রীদেরও এইডস এবং এইচআইভি সম্পর্কে জানা প্রয়োজন। যৌনতা ছাড়াও রক্তের সাথে রক্তের মিশ্রণে এইডস হতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এইচআইভি আক্রান্তদের হিন্যমনস্কতায় ভুগতে দেওয়া চলবে না ।এইচআইভি আক্রান্তদের শরীর থেকে ভাইরাল লোড কমাতে হবে। রাজধানীর এজিএমসি তে সংশ্লিষ্ট বিষয়ে একটি সেন্টার স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন ,এইডসের মতো আনওয়ান্টেড ইনফেকশন থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ৩৪৩৩ জন এইচ আই ভি ও এইডস আক্রান্তকে মাসে ২০০০ টাকা করে সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে ।তিনি বলেন, এইচআইভি এবং এইডস এর বিরুদ্ধে স্কুল স্তর থেকে লড়াই শুরু করতে হবে ।এখন পর্যন্ত রাজ্যের ১০০ টি স্কুলে red ribon club গঠন করা হয়েছে ।অবিলম্বে সব কটি স্কুলে এই ক্লাব গঠন করে কর্মসূচি তৈরি করতে হবে। এই কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মসূচি এবং খেলাধুলাকেও যুক্ত করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে সারা রাজ্যে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১ হাজার ১৮৭ টি সরকারি স্কুল রয়েছে। এর মধ্যে ১০০ টি স্কুলে এখন পর্যন্ত রেড রিবন ক্লাব গঠন করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে রেড রিবন ক্লাব ঘটিত হওয়া ১০০ টি স্কুলের ৬ হাজার ছাত্রছাত্রী কে সংযুক্ত করা হয়েছে। এইডস এবং এইচআইভি প্রতিরোধে এই ধরনের উদ্যোগ রাজ্যে প্রথম। দেশের অন্য কোন রাজ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা সে সম্পর্কে সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।তিনি জানান ,এইডস এবং এইচআইভির বিরুদ্ধে রাজ্যের এই উদ্যোগ অন্যান্য রাজ্যগুলিকে পথ দেখাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য