Saturday, August 30, 2025
বাড়িখবররাজ্যআইএলএস হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আইএলএস হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

চিকিৎসা পরিষেবায় গাফিলতিজনিত কারণে রোগী মৃত্যুর অভিযোগ উঠল রাজধানীর বেসরকারি হাসপাতাল আইএলএস এর বিরুদ্ধে ।সংশ্লিষ্ট বিষয়ে হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছেন মৃত রোগীর পরেজনরা ।এই ঘটনায় আইএলএস হাসপাতালের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে জল্পনার সৃষ্টি হয়।

রাজ্যের অন্যতম বেসরকারি হাসপাতাল আইএলএস এর মহত্ব প্রচারে যখন বিভিন্ন মহল ব্যস্ত ঠিক তখনই কর্তৃপক্ষের চিকিৎসা পরিষেবায় গাফিলতিজনিত কারণে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ।ঘটনার বিবরণে প্রকাশ ,গত শুক্রবার রাজধানীর লালবাহাদুর ক্লাব এলাকার বিজু সূত্রধর এর পিতা স্বপন সুত্রধর কে অসুস্থ অবস্থায় আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রোগী স্বপন সূত্রধরের হার্ট অ্যাটাক হয়েছে বলে সনাক্ত করেন। তারা রোগীর পরিজনদেরকে জরুরি ভিত্তিতে ছটি স্ট্যান্ট বসানো পরামর্শ দেন ।এতে রোগীর পরেজনরা রাজি হন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রোগী স্বপন সুত্রধরের ছয়টি স্ট্যান্টর জায়গায় তিনটি স্ট্যান্ট বসান এবং পেসমেকার বসাতে হবে বলে জানান ।রোগীর পরিজনরা এতেও রাজি হন ।সেই মতো রবিবার দুপুরে ১৪ লক্ষ টাকা পেয়ে স্বপন সূত্রধরের পেসমেকার বসানো হয়। অভিযোগ ,পেসমেকার বসানোর দুই ঘণ্টার মধ্যেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েন ।এদিন এই ঘটনা জানিয়ে মৃত স্বপন সূত্রধরের পুত্র বিজু সূত্রধর অভিযোগ করে বলেন ,সম্পূর্ণ ভুল চিকিৎসার কারণেই তার পিতার মৃত্যু হয়েছে ।এর জন্য আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী ।হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।

এই রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আইএলএস হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় ।খবর পেয়ে এনসিসি থানার পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি আয়ত্তে আনে ।প্রসঙ্গত উল্লেখ্য যে এই হাসপাতালেই চিকিৎসা চলছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ।যদিও সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরু উড়িয়ে নিয়ে যাওয়া হবে। এই ঘটনায় আইএলএস হাসপাতালের পরিষেবা নিয়ে জনমনে ফের একবার প্রশ্নচিহ্নের উদয় হল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য