রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেনকে উন্নত চিকিৎসার জন্য আজ উনাকে বহিরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে । জানিয়েছেন উনার ছেলে ডঃরোহন সেন। প্রসঙ্গত গত আট অগাস্ট আগরতলা ধর্মনগর যাত্রীবাহী ট্রেনের ওঠে ধর্মনগরে আসার সময় আগরতলা রেলওয়ে স্টেশনেই ট্রেনের কামরার টয়লেটে আকস্মিক মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে উনি অসুস্থ হয়ে পড়েন।পরবর্তীতে টিএমসি ও এর পরে আগরতলার একটি বেসরকারি নার্সিংহোমে উনার সফল অপারেশনের পর আজ উনাকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের মতামতে বহিরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আজ বেলা ১২:৩০ টায় আগরতলায় চিকিৎসা রত বেসরকারি নার্সিং হোম থেকে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বহি রাজ্যে পাড়ি দেওয়া হয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কে নিয়ে।উনার ছেলে ও মেয়ে জানিয়েছেন ইতিমধ্যে বাবার শরীর অনেকটাই স্থিতিশীল রয়েছে।খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তারা।