রক্ষকই ভক্ষক এবার নিজের শোরুমের কর্মচারী চুরি করে নিল লক্ষ টাকার স্পেয়ার পার্টস ঘটনা আগরতলার কাশিপুরএসার মোটরস। চুরি যাওয়া ঘটনায় মামলা করা হয় পূর্ব থানায় মামলার তদন্ত ভার হাতে নিয়ে পূর্ব থানার পুলিশ এসার মোটরসের দুজন কর্মচারীকে গ্রেপ্তার করে। রবিবার আগরতলার পূর্ব থানায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান গত কিছুদিন আগে কাশিপুর এসার মোটরসেচুরি যাওয়ার ঘটনা মামলা করা হয় পূর্ব থানায় এই মামলা হাতে নিয়ে তদন্ত করে এসার মোটরস দুজন কর্মচারীকে মালসহ গ্রেপ্তার করে যে ধৃত দের নাম হল ধনঞ্জয় শীল, দীপতনু পাল রবিবার তাদের আদালতে তোলা হবে বলে জানান তিনি পাশাপাশি তিনি আরো বলেন ধলেশ্বর প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকা ও কামিনী কুমার স্কুল সংলগ্ন এলাকায় চুরি কান্ডের আরো অনেক সামগ্রী উদ্ধার করা হয়েছে তুমি আরো জানান বিগত 15 দিনে ১০ থেকে ১২ জনকে জেলে পাঠানো হয়েছে এবং দু তিনটি এন পিএস মামলা নথিভুক্ত করা হয় পূর্ব থানার পুলিশ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান এবং রাএি কালিন জারি থাকবে বলে জানান।