Saturday, August 9, 2025
বাড়িখবররাজ্যবিপদনাশিনী পুজোর প্রসাদ তৈরি করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল...

বিপদনাশিনী পুজোর প্রসাদ তৈরি করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গোটা পরিবার ।। ঘটনা রাজধানীর আরালিয়া রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায়।।

সূত্রের খবর অনুযায়ী জানা যায় যে এলাকার সকলে মিলে সেদিন বিপদনাশিনী পূজার জন্য প্রস্তুতি করছিলেন , সেই সময় পূজো চলাকালীন সময়ে খিচুড়ি প্রসাদ তৈরি করতে গিয়ে রান্না বসালে গ্যাসের সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুনের উৎপত্তি হয় । কিছু সময়ের মধ্যেই আগুনে লেলিহান শেখায় ধীরে ধীরে গড়ের আসবাবপত্র থেকে শুরু করে সিলিং পর্যন্ত পৌঁছে যায় আগুন, পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা দেখে খবর দেন দমকল বাহিনীকে কিন্তু দমকল বাহিনী সময় মতন পৌঁছতে পারেনি বলে জানান এলাকাবাসীরা ।। দমকল বাহিনী আসার পূর্বেই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকজনেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে উনারা জানান যোগেন্দ্রনগর বিদ্যাসাগর চৌমুহনী থেকে সরলা গ্যাস এজেন্সি পর্যন্ত রাস্তার দু’ধারে এলাকার গৃহ কার্য নির্মাণের সরঞ্জাম তথা ইট বালু সিমেন্ট সহ নানান সরঞ্জামাদি রেখে দে রাস্তার দু’পাশে , যার ফলে তারা দ্রুত ছুটে আসতে পারেনি খবর পাওয়া মাত্রই ।। তবে দমকল বাহিনীদের তরফ থেকে আবেদন করা হয় পুরনিগমকে যেন এই অবৈধ মাল সামগ্রী রাখাকে কেন্দ্র করে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নিগম ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য