লাইফ ইন্সুরেন্স এবং লাইফ ইন্সুরেন্স কম্পানীর এজেন্টসদের সংগঠনকে শক্তিশালী করা এবং তাদের মুল উদ্দেশ্যকে সাধারন মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষমাত্রা সামনে রেখে শনিবার মুক্তধারা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন শিলচর ডিভিশন ফেডারেশনের ১০তম সম্মেলন । প্রতি বছর এরা নতুন নতুন রাজ্যে এই সম্মেলন সংগঠিত করে থাকে এ বছর এরা আগরতলা শহরকে বেছে নিয়েছে । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায় , সংগঠনের সম্পাদক ইন্দ্রনীল রুদ্র গুপ্ত, সভাপতি কুমার সিংসহ অন্যান্যরা । এদিন বিধায়িকা কল্যানী বলেন দেশে বহু লাইফ ইন্সুরেন্স কোম্পানী রয়েছে যার মধ্যে অন্যতম হল এল আই সি যা সাধারন মানুষের মধ্যে বিরাজমান ।এজেন্টসদের মধ্যে অনেক সমস্যা রয়েছে সেই সমস্যা নিরসনে এরা সন্মিলিতভাবে কাজ করে চলছে । আর এভাবে সন্মিলিতভাবে কাজ করে সমস্যা দুরীকরন ও নিজেদের বিভিন্ন দাবিদাওয়া উপস্থাপন করার লক্ষমাত্রা নিয়ে আজকের এই সম্ম্বেলন বলে জানান তিনি ।