শীতঘুমে আচ্ছন্ন কর্পোরেটর, এলাকাবাসী কি অবস্থায় রয়েছেন তাই তার খবর তিনি জানেন না। এমনটাই অভিযোগ আগরতলা পুর নিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের একাংশ বাসিন্দাদের।
সাধারণ মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কাজের তাগিদে তাই নতুন নতুন মানুষ গ্রাম ছেড়ে প্রতিদিন শহর মুখি হচ্ছেন, এই ছবি শুধু রাজধানী আগরতলা বা ভারতের, এই দৃশ্য এখন গোটা পৃথিবী জুড়ে দেখা যায়। শুধুমাত্র গ্রাম ছেড়ে শহর নয়। উন্নত জীবন যাপনের উদ্দেশ্যে এক দেশ ছেড়ে মানুষ অন্য দেশে যাচ্ছে। শহরের জনসংখ্যা বৃদ্ধির কথা চিন্তা করে আগরতলা পুর নিগমের এলাকায়ও বৃদ্ধি করা হয়েছে। তাই রাজধানীর পার্শ্ববর্তী বহু গ্রামীন এলাকাও এখন আগরতলা পুর নিগম এর অধীনে চলে এসেছে। দেশের হাতেগোনা কয়েকটি শহরের সঙ্গে তাল মিলিয়ে আগরতলা শহরকেও স্মার্ট সিটি হিসেবে ঘোষণা দিয়ে সুন্দর করার কাজ চলছে। তবে একদিকে যেমন স্মার্ট সিটির যা চকচকে রুপ দেখতে পাওয়া যায় এ কিভাবে আগরতলা পুরো নিগমের অন্তর্গত কিছু কিছু এলাকায় এমন জড়াজীর্ণ অবস্থা লক্ষ্য করা যায় যা স্মার্ট সিটির সুন্দর রূপকে যেন লজ্জায় ফেলে দেয়। এমনই একটি এলাকা হচ্ছে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের ৪৮ নং ওয়ার্ড বলে অভিযোগ স্থানীয় এলাকার মানুষের। এই ওয়ার্ডের বাসিন্দারা পুরো নিগমের বিরুদ্ধে একগাদা ক্ষোভ উগরে অভিযোগ করে বলেন, আবর্জনার স্তুপের জন্য দুর্গন্ধে থাকতে পারছেন না এলাকাবাসী। শুধু তাই নয় পাস দিয়ে চলাফেরা করা সাধারণ জনগণও অতিষ্ঠ। সবচেয়ে বেশি সমস্যা হাঁপানিয়া পার্কিং এলাকায় বলেও জানান তারা। এলাকার বাসিন্দাদের আরো অভিযোগ ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর সবিতা কর ঘুমে ব্যস্ত। তাই তাদের এই দুরবস্থা বলেও জানান তারা।
সাধারণ মানুষের দাবি দ্রুত যেন তাদের এই সমস্যার সমাধান করা হয়।