Thursday, August 7, 2025
বাড়িখবররাজ্যঅপারেশন সিঁদুরের সাফল্য এবছর হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে নতুন মাত্রা দেবে -...

অপারেশন সিঁদুরের সাফল্য এবছর হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে নতুন মাত্রা দেবে – পাপিয়া দত্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার আহ্বানে হর ঘর তিরঙ্গা কর্মসূচি কে সামনে রেখে বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের হাতে জাতীয় পতাকা তুলে দিলেন প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত ।এই অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের হাতে এদিন 6000 জাতীয় পতাকা তুলে দেন তিনি।

আসছে ১৫ই আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে 2022 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু করেছেন ।এবছর এই কর্মসূচির চতুর্থ বর্ষ ।গত ২ আগস্ট থেকে সারা দেশের সাথে রাজ্যেও শুরু হয়েছে এই কর্মসূচি উপলক্ষে জাতীয় পতাকা বিতরণ ।এই কর্মসূচির অঙ্গ হিসেবেই বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৮টি নথিভুক্ত ক্লাবের প্রতিনিধিদের হাতে জাতীয় পতাকা তুলে দেন প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত ।উপস্থিত বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা তার হাত থেকে জাতীয় পতাকা গ্রহণ করেন ।এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই হর-ঘর তিরাঙ্গা কর্মসূচি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীকে এক সূত্রে ব্যাধে দিয়েছে ।এ বছর অপারেশন সিদুরের সাফল্য এই কর্মসূচিকে এক নতুন মাত্রা দিয়েছে। প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন এ বছরও যেন প্রতিটি ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুখ্যমন্ত্রীও এই সম্পর্কে সকল রাজ্য বাশির প্রতি আহ্বান জানিয়েছেন ।তিনি আরো জানান ,এই কর্মসূচির অঙ্গ হিসেবে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন নথিভুক্ত ৩৮টি ক্লাবের প্রতিনিধিদের হাতে আজ জাতীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে ।এবছর ১০ হাজার জাতীয় পতাকা বিতরণের লক্ষ্য রাখা হয়েছে। বৃহস্পতিবার 6000 জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে।

এদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন নথিভুক্ত ৩৮টি ক্লাবের মধ্যে ছয়টি ক্লাব এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। এই ক্লাবগুলি কে জাতীয় পতাকা পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য