এক লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেপ্তার করল আমতলী থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিনগর স্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ।ধৃত মহিলার নাম মিনা বেগম।
ব্রাউন সুগার সহ ধৃত এক মহিলা নেশা বিক্রেতা ।ধৃত মহিলার নাম মিনা বেগম ।তার বাড়ি আমতলী থানাধীন মতিনগর এলাকায় ।দীর্ঘদিন ধরেই এই মহিলা নেশা দ্রব্য বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদে আমতলী থানার পুলিশ খবর পায় মতি নগরের এই মিনা বেগমের বাড়িতে নেশা দ্রব্য রয়েছে। খবর পেয়ে আমতলী থানার পুলিশ মতিনগরস্হিত মিনা বেগমের বাড়ি ঘিরে তল্লাশি চালায় ।তখন বাড়িতেই ছিলেন মিনা বেগম ।তার ঘরে তল্লাশিৎচালিয়ে পুলিশ ২১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে ।সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করে ।একটি এনডিপিএস ধারায় মামলা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।বুধবার আমতলী থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান, মিনা বেগমের সাথে সোহাগ মিয়া নামে আরো এক ব্যক্তি জড়িত ।তার বাড়ি গাবর্দি এলাকায় ।মঙ্গলবার রাতেই তার বাড়িতে অভিযান চালানো হয় ।কিন্তু সোহাগ মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি বলে জানান আমতলী থানার নবনিযুক্ত ওসি পরিতোষ দাস।
আমতলী থানার ওসি জানান উদ্ধারকৃত ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা ।ধৃত মিনা বেগমকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।