Wednesday, August 6, 2025
বাড়িখবররাজ্যবর্তমান সরকার বামেদের প্রকল্প গুলোকে নিজের বলে চালাচ্ছে : জিতেন চৌধুরী

বর্তমান সরকার বামেদের প্রকল্প গুলোকে নিজের বলে চালাচ্ছে : জিতেন চৌধুরী

আগরতলা: যত দিন যাচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম তাদের রাজনৈতিক কার্যকলাপ চাঙ্গা করছে। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও আন্দোলন কর্মসূচিতে শামিল হচ্ছে। বিরোধী দলের পাশাপাশি তাদের শাখা সংগঠন গুলির উদ্যোগেও সরকারকে চাপে ফেলার লোককে আন্দোলন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। মূলত সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে এই আন্দোলন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যের বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সাধারণ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার না লাগানো, রান্নার গ্যাস এবং গাড়ির জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, দুধের মূল্যবৃদ্ধি প্রত্যাহার ইত্যাদি দাবিকে সামনে রেখে মঙ্গলবার সিপিআইএম দলের অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে আন্দোলন কর্মসূচির আয়োজন করা হয়। আগরতলার রাধানগর বাসস্ট্যান্ডে গন অবস্থান অবস্থান পালনের মধ্য দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্য।

বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়ক দিতেন চৌধুরী অভিযোগ করেন রাজ্যের বর্তমান সরকার মানুষের জন্য নতুন কোন প্রকল্প চালু করেনি। পূর্বতন বাম সরকারের আমলে যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এগুলো উদ্বোধন করছে। এমনকি তারা এই প্রকল্প গুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছে না। যার ফলে সাধারণ মানুষদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে না বিশ্বাস উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে মূল্য বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানান। সেই সঙ্গে তিনি জানান মানুষের স্বার্থে তাদের আন্দোলন নিয়মিত ভাবে চলবে। রাজধানী আগরতলার পাশাপাশি আগামী দিনের রাজ্যের অন্যান্য জায়গাতে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে বামেদের তরফে জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য