ধান ক্রয় নিয়ে পূর্বতন সরকার কেন্দ্রের উপর দোষ চাপিয়ে কৃষকদের বোকা বানিয়ে কেবল রাজনীতি করে গেছে। এই ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করেছে বর্তমান রাজ্য সরকার। মঙ্গলবার জিরানীয়ার মাধববাড়ি সরকারি খাদ্য গুদামে সহায়ক মূল্যে কৃষকদের ধান ক্রয় কর্মসূচি উদ্বোধন করে বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন ,অধিকর্তা সুমিত লোধ,কৃষি দপ্তরের অধিকর্তা ফনীভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা।
বর্তমান সরকার ঘটিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত পূর্বতন সরকারের সময়ে ছিল না ।যতদিন বর্তমান সরকার থাকবে ততদিন পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া চলবে ।কোন অবস্থাতেই এই প্রক্রিয়া বন্ধ হতে দেওয়া হবে না। মঙ্গলবার জিরানীয়ার মাধব বাড়ির সরকারি খাদ্য গুদামে রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের উন্নয়নে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করে এই কথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন ,খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, কৃষি দপ্তরের অধিকর্তা ফনিভূষণ জমাতিয়া, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রীতম দেব নাথ, রানীর বাজার নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস সহ অন্যান্যরা। এদিন ধান ক্রয় প্রক্রিয়ার উদ্বোধন করে খাদ্যমন্ত্রী আরো বলেন, কৃষকদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি সহায়ক মূল্যের ধান ক্রয় করা তা এই সরকার যতদিন থাকবে ততদিন বজায় থাকবে ।এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ২ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে ।এই কাজে 446 কোটি টাকা কৃষকদের একাউন্টে গেছে। এতে করে ১ লক্ষ ১৭ হাজার কৃষক উপকৃত হয়েছেন ।মন্ত্রী আরো জানান ,১৭ টাকা ৫০ পয়সা প্রতি কেজি দরে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমানে ধান ক্রয়ের মূল্য ২৩ টাকা ।তিনি বলেন ,পূর্বতন সরকার ধান ক্রয় নিয়ে কেন্দ্রের উপর বরাবর দোষ চাপিয়ে দিত ।কিন্তু কেন্দ্রীয় সরকার বলতো রাজ্য সরকার ধান ক্রয় করুক, কেন্দ্র টাকা দিয়ে দেবে ।কিন্তু তারপরও কৃষকদের কাছ থেকে পূর্বতন সরকার ধান ক্রয় না করে কৃষকদের বোকা বানিয়ে রাজনীতি করে গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে এবছর ২৬ শে জুলাই সাব্রুম মহকুমা থেকে সরকারের এই ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে ।এই প্রক্রিয়া রাজ্যের একত্রিশ টি ধান ক্রয় কেন্দ্রে আগামী আরো একমাস পর্যন্ত চলবে। মঙ্গলবার রাজ্যের দশটি স্থানে এই ধান ক্রয় প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।