Wednesday, August 6, 2025
বাড়িখবররাজ্যচুরি যাওয়া স্বর্ণালংকার ও এসির যন্ত্রপাতিসহ তিন চোর গ্রেপ্তার

চুরি যাওয়া স্বর্ণালংকার ও এসির যন্ত্রপাতিসহ তিন চোর গ্রেপ্তার

চুরি যাওয়া স্বর্ণালংকার এবং এসি মেশিনের তার ও যন্ত্রপাতিসহ তিন চোরকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ ।ধৃতরা হলো যথাক্রমে ভিকি তাঁতি ,গোপাল দাস এবং রাজেশ নম। এদিন পশ্চিম থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এই সংবাদ জানিয়েছেন।

গত ৩ আগস্ট সন্ধ্যা রাতে বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল দুর্গাচমোহনী এলাকার চিকিৎসক রাকেশ দাসের বাড়িতে হানা দেয়। চোরের দল ঠাকুর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং ঠাকুরের প্রায় তিন ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় ।চুরির ঘটনাটি চিকিৎসক রাকেশ দাসের পিতা শঙ্কর দাস পশ্চিম থানায় জানান ।অভিযোগ পেয়ে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি থানার আধিকারিক দীপঙ্কর দেবনাথ, গোবিন্দ সিনহা এবং যারা ডালং সহ অন্যান্যদের নিয়ে একটি SIT গঠন করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ রাধানগর এলাকা থেকে গোপাল দাস এবং ভিকি তাতিকে গ্রেফতার করে ।তাদের কাছ থেকে চিকিৎসক রাকেশ দাসের বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। একটি ধারালো অস্ত্রও পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে। এদিন পশ্চিম থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান ।তিনি জানান ,ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসি মেশিনের তার সহ যন্ত্রপাতি চুরি হচ্ছিল। পশ্চিম থানার পুলিশ এই অভিযোগ মূলে তদন্ত চালিয়ে রাজধানীর আড়ালিয়া থেকে এক চোরকে গ্রেফতার করে। ধৃতের নাম রাজেশ নম।তার বাড়ি থেকে এসি মেশিনের যন্ত্রপাতি এবং তার উদ্ধার করা হয়েছে। তিনি জানান ধৃত রাজেশ নমকে পুলিশ রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য