আবারো সমাজের প্রতি দায়বদ্ধতাকে মাথায় রেখে এক বিশেষ কর্মসূচি হাতে নিলো আড়ালিয়া প্রগতি সংঘ ক্লাব। সামাজিক কর্মসূচি হিসাবে এদিন আড়ালিয়া প্রগতি সংঘের উদ্যোগে এক চক্ষুশিবের আয়োজন করা হয়। বলা চলে প্রগতি সংঘ প্রত্যেক বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে, এলাকার ব্লাড থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের স্বার্থে কাজ করে চলে আসছে, সেই রুটিন কর্মসূচির অঙ্গ হিসাবে হিসেবে আজকের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। এদিনের এই কর্মসূচির দ্বারা এলাকার ১০৭ জন বিনামূল্যে পরিষেবা গ্রহণ করে এবং আগামীকাল সম্পূর্ণ বিনামূল্যে অশ্বিনী নেত্রালয়ের সহযোগিতায় বারোজনের চোখের সানির অস্ত্রোপচার করা হবে এবং যে ১২ জনের চোখের সানী অপারেশন করা হবে তাদেরকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে লেন্স লাগিয়ে দেওয়া হবে। এ দিনের শিবিরটি পরিচালনার ক্ষেত্রে আড়ালিয়া প্রগতি সংঘ ক্লাবের সম্পাদক সংকর সূত্রধর বিশেষ ভূমিকা গ্রহণ করেন। এছাড়া এই চক্ষু শিবিরকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত করা যায়।