৭৮তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের বিষয় নিয়ে বৈঠক করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ।তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্য পুলিশের আধিকারিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।
আসছে ১৫ আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবস ।সারা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হবে।রাজ্যে এর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী বিধায়ক সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আয়োজিত প্যারেড প্রদর্শনে উপস্থিত থাকবেন ত্রিপুরা পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর নিরাপত্তাকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা ।এই অনুষ্ঠানে সুষ্ঠুভাবে সংবাদ সংগ্রহের জন্য সোমবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ,রাজ্য পুলিশের আধিকারিক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ। বৈঠকে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে ।এদিন এই বৈঠক প্রসঙ্গে এমনটাই জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরে অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ।তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন ,অন্যান্য বছরগুলির মত এবারো স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
এদিকে 78 তম স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে আসাম রাইফেলস ময়দানে প্রস্তুতি শুরু হয়ে গেছে ।রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই প্রস্তুতিতে অংশগ্রহণ করছে।