মহিলাদের দ্বারা আয়োজিত বিপদনাশিনী পুজোয় দুষ্কৃতি তাণ্ডব ।গুরুতর আহত তিন মহিলা ।ঘটনা রবিবার সন্ধ্যা রাতে রাজধানীর চন্দ্রপুর এলাকায় ।এলাকার কিছু মহিলা মাঙ্গন সংগ্রহ করে এই পুজোর আয়োজন করে। পূজার অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোর কে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রপুর এলাকায় উত্তেজনা। সোমবার ঘটনায় আহত মহিলারা পূর্ব মহিলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। হামলার ঘটনায় আহত এক মহিলা জানান ,এই ঘটনায় এলাকার সায়ন দত্ত ,প্রীতম দত্ত ,পূর্ণিমা দত্ত সহ পাঁচজন জড়িত ।অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।