Saturday, August 9, 2025
বাড়িখবররাজ্যমিটার অটোরিক্সা , ই - চালান ও ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডাটাবেস প্রকল্পের...

মিটার অটোরিক্সা , ই – চালান ও ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডাটাবেস প্রকল্পের উদ্বোধন এ পরিবহণ মন্ত্রী বলেন রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের মূল সোপান হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা

রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের মূল সোপান হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা । রাজ্য সরকার চায় রাজ্যের ভিতর , বহির্রাজ্য ও প্রতিবেশী রাষ্ট্রের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং আধুনিক করতে । সে লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় স্বামী বিবেকানন্দ ময়দানে মিটার অটোরিক্সা , ই – চালান এবং ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডাটাবেস প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন । অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন । পরে তিনি পতাকা নেড়ে মিটার অটোরিক্সা , বৈদ্যতিন বোতাম টিপে ই – চালান এবং ইন্টিগ্রেটেড রোড অ্যাক্সিডেন্ট ডাটাবেস’র আনুষ্ঠানিক সূচনা করেন । উদ্বোধকের ভাষণে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , আগামীকাল থেকে আগরতলা পুর নিগম এলাকায় মিটার অটোরিক্সা চালু হচ্ছে । এতে জনজট কমবে । যাত্রী , ড্রাইভার ও মালিক উপকৃত হবেন । তিনি বলেন , বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় মোট ৬,৫৪৫ টি রেজিষ্ট্রিকৃত অটো রয়েছে । এর মধ্যে মিটার অটো রয়েছে ১,৫৭১ টি । যারা মিটার অটো করাননি অবশিষ্টদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে করিয়ে নিতে তিনি পরিবহণ দপ্তরকে নির্দেশ দেন । তিনি বলেন , রাজ্যের যোগাযোগ ব্যবস্থা এখন আগের মত নেই । রাজ্যের তিনদিক যেখানে বাংলাদেশ পরিবেষ্টিত তারপরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগে রাজ্যের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সংযোগ ক্রমান্বয়ে রেলের সাথে যুক্ত হচ্ছে । পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশের সাথেও রেল সংযোগ সম্প্রসারিত হবে । তিনি বলেন , যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এ রাজ্য আজ বহির্রাজ্যের সাথে যুক্ত হয়েছে । মানুষের চাহিদা দিন দিন বাড়ছে । এটাকে লক্ষ্যরেখে ২০১৯ সালে পরিবহণ দপ্তর মিটার অটো চালু করার উদ্যোগ নেয় । কিন্তু কোভিড -১৯ এর জন্য আগে তা করা সম্ভব হয়নি । পর্যটনের বিষয়ে তিনি বলেন , আগের তুলনায় রাজ্যে তিনগুণ পর্যটক আগমণ বেড়েছে । পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে । অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন , আগরতলা পুর নিগম আগরতলা শহরকে জনযাট মুক্ত ও স্বচ্ছ ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে । অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত মহানির্দেশক পুনীত রাস্তোগী । স্বাগত ভাষণ দেন পরিবহণ দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং । উল্লেখ্য , মিটার অটোতে ভাড়া প্রতি যাত্রী পিছু ২ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা ধার্য করা হয়েছে । ২ কিলোমিটার পর প্রতি ১০০ মিটারে ১ টাকা বাড়বে । ৫ মিনিট অপেক্ষার জন্য ৫ টাকা দিতে হবে । রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মিটার রিডিং – এর অতিরিক্ত ২৫ শতাংশ হারে টাকা দিতে হবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য