দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখেই অরুণ উদয় সংঘের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এলাকার কর্পোরেটর হিমানী দেববর্মা সহ অন্যান্যরা।
দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখেই অরুণ উদয় সংঘের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। দীর্ঘ ২৩ বছর ধরে সমাজসেবায় ব্রতী হয়ে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে আসছে এই ক্লাব। তার মধ্যে একটি হল রক্তদান শিবির। রক্তের অভাবে যেন কাউকে প্রাণ হারাতে না হয় তার জন্য সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে গোটা রাজ্যব্যাপী রক্তদানের এক উৎসব শুরু হয়েছে। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন, সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি অনেকেই নিজেদের বিশেষ দিনগুলোকে উদযাপন করার লক্ষ্যেও রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। রক্তদানের এই মহোৎসবে আজ শামিল হয় রাজধানীর অন্যতম বনেদী ক্লাব অরুণ উদয় সংঘ। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,এলাকার কর্পোরেটার হিমানি দেব্বর্মা , বিশিষ্ট সমাজসেবক অরিন্দম চৌধুরী সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী বলেন, সকল দানের সেরা হচ্ছে রক্তদান। কেননা রক্তদানের কোন বিকল্প নেই। বিজ্ঞানীদের হাত ধরে পৃথিবী উন্নয়নের পথে অনেকটা এগিয়ে গেলেও, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেননি। তাই রক্তদানই শ্রেষ্ঠ দান। এদিন আলোচনা করতে গিয়ে মন্ত্রী আরো বলেন, পূর্ববর্তী সরকারের আমলেও রাজ্যে রক্তদান শিবিরের প্রচলন ছিল। তবে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রক্তদান একটি উৎসবে পরিণত হয়েছে।
এদিন রক্তদান শিবিরটি ঘুরে দেখে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন মন্ত্রীসহ উপস্থিত অন্যান্য অতিথিরা।