Friday, August 1, 2025
বাড়িখবররাজ্যস্বাস্থ্যপরিসেবার উন্নয়নে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ - অর্থমন্ত্রী

স্বাস্থ্যপরিসেবার উন্নয়নে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ – অর্থমন্ত্রী

রাজ্যের স্বাস্থ্যপরিসেবাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে কাজ করছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। এই ক্ষেত্রে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ ।শুক্রবার আগরতলা গভারমেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো আগরতলা গভারমেন্ট নার্সিং কলেজ ।এই উপলক্ষে আগরতলা গভারমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ।এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, আগরতলা গভারমেন্ট নার্সিং কলেজের আধিকারিকসহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় ।আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান ,রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট বিষয়ে সজাগ রয়েছেন ।অর্থমন্ত্রী আরো বলেন ,স্বাস্থ্য পরিষেবা কে সর্বোত্তম পর্যায়ে পৌঁছে দিতে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।আর এই কারণেই নার্সদের পরিষেবা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে রাজ্য সরকার দেখছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরো জানান ,রাজ্যে বর্তমানে ছয়টি নার্সিং কলেজ রয়েছে ।বেসরকারিভাবে আরও ১১ টি নার্সিং কলেজ রয়েছে ।নার্সিং প্রশিক্ষণে প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য