Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যভুরাতলি একলব্য আবাসিক বিদ্যালয়ের দ্বারোদঘাটন হয় এতে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ...

ভুরাতলি একলব্য আবাসিক বিদ্যালয়ের দ্বারোদঘাটন হয় এতে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বলেন আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সব কিছুতেই আদর্শবান হতে হবে

পড়াশুনার সঙ্গে সঙ্গে খেলাধুলা , সংস্কৃতি চর্চা , সমাজসেবামূলক কাজেও ছাত্রছাত্রীদের পরাদর্শী হওয়ার আহ্বান জানান জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া । তিনি সাব্রুম মহকুমার ভুরাতলি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন , আদর্শ বিদ্যালয় মানে অন্যান্য বিদ্যালয় থেকে একদম আলাদা ধরনের স্কুল । আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবকিছুতে আদর্শবান হতে হবে । অন্যরা এখান থেকে শিখবে । তিনি বলেন , শিক্ষার গুণগতমান উন্নয়নে বর্তমান রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় রাজ্যে ১৮ টি একলব্য বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে । প্রায় ১২ হাজার ছাত্রছাত্রী এই বিদ্যালয়গুলিতে পড়াশুনার সুযোগ পাবে । ১২ টি বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হয়েছে । খুব দ্রুত কাজ শেষ করা হবে । অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আরও বলেন , মানুষের জীবনে শান্তি , নিরাপত্তা এবং সর্বোপরি উন্নয়ন একান্ত প্রয়োজন । এই লক্ষ্যে বর্তমান সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের দিশায় কাজ করছে । অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক শঙ্কর রায় , জনজাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা রিংকু রিয়াং , গ্রামোন্নয়ন দপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার উপেন্দ্র জমাতিয়া । স্বাগত বক্তব্য রাখেন একলব্য আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ প্রশান্ত কুমার । গ্রামোন্নয়ন দপ্তর থেকে ১ কোটি ৫০ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয় করে ভুরাতলি একলব্য আদর্শ বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ করা হয় । ৪ টি শ্রেণীকক্ষ সহ মোট ১০ টি ঘর রয়েছে নতুন ভবনে । অনুষ্ঠানের পর জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া লুধুয়া একলব্য আদর্শ বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন । ১৫ একর জায়গা জুড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যালয়ের দ্বিতল পাকাবাড়ি নির্মাণ করা হচ্ছে । ৪৮০ জন ছাত্রছাত্রী এখানে পড়াশুনার সুযোগ পাবেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য