Thursday, July 31, 2025
বাড়িখবররাজ্যমানুষের আস্থা হারিয়ে ক্ষমতা ধরে রাখার লক্ষ্যেই এসআইআর- মানিক সরকার :

মানুষের আস্থা হারিয়ে ক্ষমতা ধরে রাখার লক্ষ্যেই এসআইআর- মানিক সরকার :

জনগণের উপর আস্থা হারিয়ে বিজেপি ভয় পেয়ে ভোটার তালিকার বিশেষ ও নিবির সংশোধন করার প্রক্রিয়া নিয়েছে। বুধবার ভোটার তালিকার বিশেষ সংশোধন তথা এসআইআর নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই কথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।তিনি জানান, ৮ আগস্ট এর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ সংঘটিত করবে সিপিআইএম।

বিহারে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন তথা এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে রাজ্যেও প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। বুধবার সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, বিহারের ভোটের কয়েক মাস আগে ভোটার তালিকার পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা বছরই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করে ।কিন্তু বিহারের এই এস আই আর প্রক্রিয়া দেশে এর আগে কোনদিন হয়নি ।তিনি জানান ,এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া প্রয়োজন। প্রতিবাদ না হলে পর আসাম পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু পন্ডিচেরি এই সমস্ত রাজ্যগুলিতেও এই পদ্ধতি গ্রহণ করা হবে ।তার মতে ,সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে আসাম বাদে অন্য রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই ।প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো বলেন, আসলে বিজেপির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে জনগণ ।অপরদিকে জনগণের উপরও আস্থা হারিয়ে ফেলেছে বিজেপি। তাই ভয় পেয়ে বিজেপি এই উদ্যোগ গ্রহণ করেছে ।ক্ষমতা ধরে রাখতে ভোট হয়তো বন্ধ করছে না ,কিন্তু ভোটার তালিকা নষ্ট করার চেষ্টা করছে ।অপরদিকে ত্রিপুরায় ভোটার তালিকা সঠিক থাকলেও ভোট করতে দেওয়া হচ্ছে না ।বিষয়টিকে আগামী দিনে দেশের জন্য বড় বিপদ বলে উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন ,এটাই নয়া ফেসিবাদের ঘৃণ্য চাল।

এদিন এক প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন ,তিপ্রা মথা বললেই এসআইআর মানতে হবে এমন কোন কথা নেই। তিনি আরো বলেন ,এই অবস্থায় দেশব্যাপী প্রতিবাদ চলছে ।পার্লামেন্টের সামনে এবং ভেতরে তীব্র প্রতিবাদ হচ্ছে ,বিক্ষোভ দেখানো হচ্ছে। সংসদে পহেলগাঁও ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ৯০ মিনিটের ভাষণের প্রসঙ্গ উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সেখানে নিরাপত্তা কর্মী ছিল না কেন ,কি করে সন্ত্রাসবাদীরা ২৬ জনকে মারতে পারল ,তারা কেন ধরা পড়ছে না ,তারা কারা -এই বিষয়ে প্রধানমন্ত্রী নীরব ।তিনি বলেন ,অথচ পাকিস্তান আক্রমণে সব কটি রাজনৈতিক দল সরকারের পাশে দাঁড়িয়েছে ।কোন দল এক বিরোধিতা করেনি ।কিন্তু দেখা গেল আমেরিকার রাষ্ট্রপতি বললেন যুদ্ধ বন্ধ,। তার পরের দিন বন্ধ হয়ে গেল যুদ্ধ ।দুই রাষ্ট্রের বিষয়ে আমেরিকার রাষ্ট্রপতি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, বিষয়টি নিয়ে ৯০ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী একবারও উল্লেখ করেননি বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য