আইন শৃঙ্খলার ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করল প্রদেশ কংগ্রেস।এদিন সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।এই ইস্যুতে কংগ্রেস আন্দোলনে নামবে বলে জানান তিনি।
রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ব্যর্থ বলে দাবি করল কংগ্রেস দল। এই প্রসঙ্গে সম্প্রতি বাগবাসা এবং বিলোনিয়াতে পুলিশ কর্মীর উপর আক্রমণ, নারী নির্যাতন ,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা উল্লেখ করেছে প্রদেশ কংগ্রেস। বুধবার কংগ্রেস ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি সাব্রুমের হরিণা তে উদ্বোধনের ৪৮ ঘন্টার মধ্যে কংগ্রেস কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। মুখ্যমন্ত্রীর নাম না নিয়ে তিনি বলেন ,স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত ।কারণ তিনি আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন ।তার মতে রাতের আঁধারে রাজধানী সহ অন্যান্য শহরে সমাজদ্রোহীদের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে ।নেশা সামগ্রী ক্রেতা বিক্রেতাদের দৌরাত্ব বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।। পি সি সভাপতি বলেন ,কংগ্রেস দল এক বিরুদ্ধে রাজ্যব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।